Claim: কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ২০২৫ সালে সর্বশিক্ষা অভিযানের অধীনে বিপুল নিয়োগ করা হবে।


Fact: এই দাবি মেনে তথ্য যাচাইয়ের জন্য সর্বশিক্ষা অভিযানের অফিসিয়াল ওয়েবসাইটে খুঁজে দেখা হয়। কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রকের অধীনে স্কুলশিক্ষা ও স্বাক্ষরতা বিভাগের তরফে ওয়েবসাইটে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। ২০২৫ সালে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হয়নি। www.sarvashikshaabhiyan.com ওয়েবসাইটে খুঁটিয়ে যাচাই করার পরে দেখা যায় এই ওয়েবসাইটে গত বছর ২০২৪ সালে ২৫ জুলাই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এরপরে এক্স হ্যান্ডলে কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর একটি ফ্যাক্ট চেক পোস্টও নজরে আসে যা ৮ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছে। এই পোস্টে ভাইরাল হওয়া সর্বশিক্ষা অভিযানের অধীনে চাকরির বিজ্ঞপ্তি সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে এবং এটিকে ভুয়ো দাবি বলে চিহ্নিত করা হয়েছে।


প্রেস ইনফরমেশন ব্যুরো এই পোস্টে একটি ওয়েবসাইটের স্ক্রিনশট সংযুক্ত করে রেখেছে যেখানে দেখা যাচ্ছে সর্বশিক্ষা অভিযানের নামে একটি ভুয়ো ওয়েবসাইট রয়েছে। পিআইবি ফ্যাক্ট চেক সতর্ক করেছে www.sarvashikshaabhiyan.com আদপে একটি ভুয়ো ওয়েবসাইট যা কিনা আসল সরকারি ওয়েবসাইটের মতই দেখতে। এখানে মিথ্যে চাকরির প্রস্তাব দেওয়া হচ্ছে। এই ওয়েবসাইটের সঙ্গে কেন্দ্র সরকারের কোনো সংযোগ নেই, আর এই বিষয়ে মান্য অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://samagra.education.gov.in।



পিআইবি ফ্যাক্ট চেকের এক্স হ্যান্ডল পোস্টে একটি প্রেস বিজ্ঞপ্তিও সংযুক্ত করা হয়েছে যেখানে শিক্ষামন্ত্রকের ৭ মার্চ ২০২২-এর একটি বার্তা রয়েছে। এতে বলা হয়েছিল সরকারের নামে ভুয়ো চাকরির ফাঁদ পেতে প্রতারণা করছে একদম অসৎ মানুষ, অফিসিয়াল পোর্টালের নকল করে এমন ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছে। আর এখানেই প্রার্থীদের থেকে টাকা চাওয়া হচ্ছে। এই প্রেস বিজ্ঞপ্তিতে এমন আরও কয়েকটি ওয়েবসাইটের তালিকা প্রকাশ করা হয়েছে।


ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে এই ওয়েবসাইট, এই ধরনের বিজ্ঞাপন, নোটিফিকেশন যে ভুয়ো এবং এর মাধ্যমে যে মিথ্যে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা স্পষ্ট করা হয়েছে। ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এখনও পর্যন্ত এমন কোনো বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সর্বশিক্ষা অভিযানের অধীনে।


ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে ফ্যাক্টলি এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে, প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।


আরও পড়ুন; Meta Layoff: আবারও বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করবে মেটা, পারফরম্যান্স খারাপ হলেই চাকরি যাবে ?