অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : গত কয়েকদিন ধরেই ভোগাচ্ছিল গরম। উর্ধ্বমুখী তাপমাত্রার পাশাপাশি আপেক্ষিত আর্দ্রতা। ফলে প্যাচপ্যাচে ঘাম সারাদিনের সঙ্গী। অবশেষে সুখবর দিন আবহাওয়া দফতর। ভারতে বর্ষা ঢুকলেও কলকাতার কাছেপিঠে আসতে এখনও বেশ কয়েকদিন বাকি। তবে  বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া - অফিস। প্রতিবেশী রাজ্য ওড়িশায় প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের।  

 দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া 

শনি ও রবিবার গরম ও অস্বস্তি থাকবে ঠিকই, তবে বিকেলের দিকে স্বস্তির বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম বেশি থাকবে।  বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। বইতে পারে ঝোড়ো হাওয়া।           

উত্তরবঙ্গের আবহাওয়া চিত্র

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আবহাওয়া দফতর জানাচ্ছে, ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির দাপট এই কয়েকদিন একটু বেশিই থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা, সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এই জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও।      

কলকাতার আবহাওয়ার  পূর্বাভাস 

অন্যদিকে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি হবে। সকালের দিকে রোদের তেজ কম থাকলেও থেকে বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। আবার বিকেলে বা রাতে শরীর জুড়োতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে,  বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। রবিবার আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধ- বৃহস্পতিবার পর্যন্ত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। শুক্রবার  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৮৭ শতাংশ।