সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফিরছে শীতের (Winter) আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে শীতের আমেজ টের পাওয়া যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
সকালে অনেক জায়গাতেই ঘন কুয়াশা (Mist) চোখে পড়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার। কোথাও তারও নীচে। জেলাতেও কুয়াশার দাপট। নদিয়ার বেশ কিছু জায়গায় সকালের দিকে কুয়াশার কারণে ধীর গতিতে যান চলাচল করে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েওসকালের দিকে ছিল ঘন কুয়াশা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়।
https://www.imdkolkata.gov.in/ জানাচ্ছে , আগামী কয়েকদিন বুধবারের পর ধীরে ধীরে কমবে তাপমাত্রা। মাসের শেষে তাপমাত্রা নামবে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সর্বোচ্চ তাপমাত্রা এই সপ্তাহ থাকবে ২২ ডিগ্রির আশেপাশেই।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা | কেমন কাটবে সারাদিন |
---|---|---|---|
২৫-Jan | ১৭.0 | ২৪.0 | সকালে কুয়াশা, পরে হালকা মেঘ |
২৬-Jan | ১৬.0 | ২৩.0 | সকালে কুয়াশা, পরে হালকা মেঘ |
২৭-Jan | ১৫.0 | ২২.0 | সকালে কুয়াশা, পরে হালকা মেঘ r |
২৮-Jan | ১৪.0 | ২২.0 | আকাশ পরিষ্কার |
এদিকে, শীতে বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দিল্লি। ভেঙে গিয়েছে ১২১ বছরের রেকর্ড। মানচিত্রের আরও একটু উপরের দিকে তো বরফে জমে যাওয়ার অবস্থা। কাশ্মীরের কুলগামে পারদ শূন্যের নীচে, গুলমার্গের তাপমাত্রা দেখাচ্ছে মাইনাস ৭ ডিগ্রি। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে, তার অনেকটা অংশ ৫ ইঞ্চি বরফের তলায়। পিছিয়ে নেই হিমাচলও। পর্যটকপ্রিয় সিমলায় বরফ পড়ছে।