সঞ্চয়ন মিত্র, কলকাতা : শীত-সুখ আপাতত শেষ। ফের আবহাওয়ার মুড স্যুইং। পুবালি হাওয়ার হাত ধরে ঊর্ধ্বমুখী হল পারদ। এক ধাক্কায় চার ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজই বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। ঝাড়খণ্ডেও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে।
রাজ্যের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ?
- পূর্ব বর্ধমান
- নদিয়া
- উত্তর ২৪ পরগনা
- দক্ষিণ ২৪ পরগনা
উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টি চলবে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই।
কলকাতার আবহাওয়ার আপডেট - মঙ্গলবার কলকাতায় সকালে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ ছিল। তবে বেলা বাড়লেও মেঘ কাটার সম্ভাবনা নেই। মঙ্গলের আকাশ মেঘলা থাকারই সম্ভাবনা দিনভর। কাল ও পরশু বৃষ্টির সম্ভাবনা বেশি। পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেল কলকাতায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের আবহাওয়া - দক্ষিণবঙ্গে আজ সকালে হালকা কুয়াশা। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বাড়ল। উত্তর-পশ্চিমের হাওয়ার বদলে পূবালী হওয়ার প্রভাব বাড়ছে। শুক্রবার এর মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।শনিবার ফের আবহাওয়ার পরিবর্তন। তবে তাপমাত্রা খুব একটা কমবে না বৃষ্টির প্রভাবে।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা, কী বলছে আবহাওয়া দফতর ?
সূত্র : https://city.imd.gov.in/
-
7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 30-Jan 16.0 26.0 Partly cloudy sky 31-Jan 17.0 24.0 Generally cloudy sky with one or two spells of rain or thundershowers 01-Feb 17.0 24.0 Generally cloudy sky with one or two spells of rain or thundershowers 02-Feb 17.0 25.0 Generally cloudy sky with Light rain 03-Feb 16.0 25.0 Mainly Clear sky 04-Feb 16.0 26.0 Mainly Clear sky 05-Feb 16.0 26.0 Mainly Clear sky
Kiwi Fruit Benefits: মনখারাপ, অবসাদে ভুগছেন ? মাত্র ৪ দিনে ফুরফুরে হবেন ! খেতে হবে এই ফলটা