কলকাতা: একটানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে। একাধিক জায়গায় নেমেছে ধস। পাশাপাশি জমা জলে বিপজ্জনক পরিস্থিতি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। মূলত,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরেই একটানা ভারী বর্ষণের মুখোমুখি বাংলা। উত্তরবঙ্গকে (Red Alert and Take Action) দেওয়া হয়েছে লাল সতর্কতা এবং এখুনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপশি দক্ষিণবঙ্গকে (Be Prepared) পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। সতর্কবার্তার আওতায় থাকছে বাংলার মোট ১৮ জেলা !


IMD সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা-সহ ১০ জেলায় সতর্কবার্তা জারি হয়েছে।এর মধ্যে পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ- এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে।পাশাপাশি আগামীকাল উত্তরবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কবার্তা এবং আগামী ৪৮ ঘণ্টায় কিছু জেলায় কমলা সতর্কবার্তাও থাকছে।


আগামীকাল দক্ষিণবঙ্গের ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হলুদ সতর্কতা জারি :


কলকাতা


হাওড়া


উত্তর ২৪ পরগনা


দক্ষিণ ২৪ পরগনা


পূর্ব মেদিনীপুর


পশ্চিম মেদিনীপুর


পশ্চিম বর্ধমান


বীরভূম


মুর্শিদাবাদ


নদিয়া


আগামীকাল উত্তরবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা :


দার্জিলিং


জলপাইগুড়ি


কালিম্পং


আলিপুরদুয়ার 


কোচবিহার


উত্তর দিনাজপুর


দক্ষিণ দিনাজপুর


মালদা


এদিকে অতি ভারী বৃষ্টির মাঝেই জল ছাড়া শুরু করেছে ডিভিসি। ডিভিসির দুই জলধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। জল ছাড়া হয়েছে মাইথন জলাধার থেকে ও পাঞ্চেত জলাধার থেকে। ৪৮০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে ১২০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত জলাধার থেকে ৩৬০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। অপরদিকে,১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, দাবি রাজ্যের। টানা বৃষ্টির মধ্যে জল ছাড়ল ডিভিসি, প্লাবনের আশঙ্কা রাজ্যের। রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, অভিযোগ নবান্নের। হাওড়া, হুগলি, খানাকুল, গোঘাট, আমতায় প্লাবনের আশঙ্কা।  


আরও পড়ুন, শোনেননি 'বারণ', আসানসোলে সেতু পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল চালক-সহ গাড়ি ! ভিডিও ভাইরাল


ডিভিসি-র বিরুদ্ধে 'ম্যান মেড' বন্যার অভিযোগ কুণাল ঘোষের। এই ইস্যুতে সোশাল মিডিয়ায় অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন,  'গ্রীষ্মে কৃষি সেচে জল চাইলে দেয় না। ঝাড়খণ্ডে বর্ষায় জল বাড়ে, তখনই জল ছেড়ে বিপদ বাড়ায়। ডিভিসি ফের বাংলাকে বিপদে ফেলছে',সোশাল মিডিয়ায় অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।