প্রবীর চক্রবর্তী, কলকাতা: আর্দ্রতা জেরে অস্বস্তি চরমে পৌঁছেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কখনও আকাশ কিছুটা পরিষ্কার, কখনও আবার মেঘের আড়ালে থেকে আরও জ্বালা ধরাচ্ছে রোদ। স্বস্তি ফিরবে কবে ? বর্ষা কবে আসবে বাংলায় ? প্রশ্ন মুখে মুখে ঘুরছে। ঠিক এমনই সময়ে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 


আজ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ?


আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের  সব জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ পূর্ব মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আজ মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে।পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় সতর্কবার্তা থাকছে।


আজ উত্তরবঙ্গের কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ?


আজ উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিংপঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন, সোশ্যাল মিডিয়াতে প্রসূনের বিরুদ্ধে সরব মনোজ, হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল


কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ?


আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, তবে রাজ্যের এই একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা হলেও, সেই তালিকায় নাম নেই কলকাতার। আগামী তিন দিন অবধি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতাতে। তবে শুধু কলকাতা নয়, বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায়। নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া,  হাওড়া , ২৪ পরগনাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বরং তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।  আগামী দু'দিনে ২ থেকে ৩ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা  রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন গরম শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ১০ জুন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 বিস্তারিত আসছে...