হাওড়া: বিজেপির পরে এবার দ্বন্দ্ব লেগেছে তৃণমূল (TMC) শিবিরেও! শুক্রবার মৌসম বেনজির নূর নাম না করে বাইরের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কেন মালদায় দাঁড় করানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার প্রাক্তন ফুটবলার ও হাওড়ায় ফের নির্বাচিত হওয়া সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (MP Prasun Banerjee) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মুখ খুলতে দেখা গেল শিবপুরের বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিকে (TMC Minister Manoj Tiwary)। নিজের বিধানসভা এলাকায় শত বিরোধিতার সত্ত্বেও প্রসূনকে জেতানোর পরে তিনি একটা ফোনও করেননি বলে ভিডিওবার্তায় অভিযোগ রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজের।
হাওড়ার চতুর্থবারের সাংসদের ব্যবহারের বিরুদ্ধে সরব হয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি বলেন, "এত পরিশ্রমের পরেও আপনার কাছ থেকে ধন্যবাদ জানিয়ে একটা ফোন আসেনি, দেখাও করেননি। এদিকে নির্বাচনের আগে শিবপুর বিধানসভা কেন্দ্রে আপনাকে হারানোর জন্য দলের একটা অংশ আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। জেতার পর আপনি তাদের সঙ্গে দেখা করছেন! ফুলের মালা পরে ছবি তুলছেন! এই বিষয়টা জানতে পেরে আমি খুব কষ্ট পেয়েছি। অত্যন্ত দুঃখ পেয়েছি। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে এই কেন্দ্রে আপনাকে জয়ী করিয়েছি। মনোজ তিওয়ারিকে দলের উচ্চ নেতৃত্বের কাছে ছোট করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন দলের অনেক নেতা-কর্মী। তাঁরা চাননি প্রসূন বন্দ্যোপাধ্যায় টিকিট পান। তারপরেও আমরা আপনাকে জিতিয়েছি। আর এখন আপনি আমাদের ভুলে গিয়ে বিরুদ্ধ গোষ্ঠীর কাছ থেকে সংবর্ধনা নিচ্ছেন! এটা ঠিক হয়নি। আপনাকে আর আগের মতো সম্মান করতে পারব না।"
মনোজের এই ভিডিওবার্তাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে হাওড়ার রাজনৈতিক মহলে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিকে এই ঘটনাটিকে কেন্দ্র করে ফের অস্তিত্ব বেড়েছে হাওড়ার তৃণমূল শিবিরে। এমনিতেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম এবারও প্রার্থী হিসেবে ঘোষণার পর বিক্ষোভ দেখা গেছিল হাওড়ায়। আদি তৃণমূল কর্মীদের একাংশ তীব্র আপত্তি জানিয়ে ছিল। তারপরে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দলীয় সূত্রে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: