সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আজ রবিবার গোটা দক্ষিণবঙ্গের নানা জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সোমবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কমে যাবে, বাড়বে তাপমাত্রা। 


আজ দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন?
আজ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে বজ্রপাতের আশঙ্কা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।


উত্তরবঙ্গে দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিনে এই পরিস্থিতি তৈরি হতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তুলনায় কম বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।


রবিবার বৃষ্টি হলেও সোমবারেই রাজ্যের একাধিক এলাকায় হাওয়া বদল হয়ে যাবে। সপ্তাহান্তের ছুটির দিন একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। উত্তরবঙ্গে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি হতে পারে।   


কলকাতায় কেমন আবহাওয়া?
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ের গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। গরমের অনুভূতি আরও বাড়বে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৯ শতাংশ থেকে ৯৩ শতাংশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: ভোরে কেঁপে উঠল মেয়রের পাড়া! রাস্তায় ভেঙে পড়ল বাড়ির কার্নিশ