অরুণাচল প্রদেশ: ভোট না হতেই ভোটের ফল। বিধানসভা নির্বাচন (Arunachal Assembly Election 2024) হওয়ার আগেই ১০টি আসন পকেটে পুরল বিজেপি (BJP in Arunachal)। এমনটাই ঘটেছে অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh Assembly Poll)। এপ্রিলেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার সঙ্গেই অরুণাচল প্রদেশে হচ্ছে সে রাজ্যের বিধানসভা নির্বাচন। ১৯ এপ্রিল ৬০ আসনের অরুণাচল প্রদেশের বিধানসভায় ভোটগ্রহণ। তার আগে মনোনয়ন জমা দেওয়ার পর্বও মিটে গিয়েছে। তারপরেই দেখা গিয়েছে, ৬০ আসনের বিধানসভার মধ্যে ১০টি আসনে ভোট গ্রহণের আগে জয়ী হয়েছে বিজেপি। কারণ ওই আসনগুলিতে মনোনয়ন তুলে নেওয়ার শেষদিন পেরনোর পরে দেখা গিয়েছে অন্য কোনও প্রার্থী নেই। ফলে ভোটাভুটি ছাড়াই সেই আসনে জিতে গিয়েছেন বিজেপি প্রার্থী। ওই ১০ আসনের তালিকায় রয়েছে অরুণাচলের বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আসনও। রয়েছে বিদায়ী উপ মুখ্যমন্ত্রীর আসনও।    


পেমা খাণ্ডু (Pema Khandu) জানিয়েছেন, তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০টি আসন জিতেছেন। তিনি বলেছেন, 'ভোটগ্রহণ হওয়ার আগেই আমাদের এই জয় এটাই প্রমাণ করে যে আমাদের উন্নয়নের কাজের জন্য় আমাদের বিপুল সমর্থন করেছেন সাধারণ মানুষ। মানুষ চাইছে আমরাই আবার কাজ করি। আমাদের সরকার গঠনও নিশ্চিত। লোকসভা ভোটেও আমরা বিপুল জয় পাব।'


 



৬০ আসনের অরুণাচল প্রদেশ বিধানসভার সবকটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস লড়ছে ৩৪ টি আসনে। ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ। 


এই জয়ের খবরে উচ্ছ্বসিত অরুণাচলে বিজেপি কর্মী-সমর্থকরা। পেমা খাণ্ডু এবং বিদায়ী উপ মুখ্যমন্ত্রী চৌওনা মেই ছাড়াও বিজেপি নেতা দাসাংলু পুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, তিনি অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের স্ত্রী। তার আসন থেকে কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। 


মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর আসনে আর কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি। এরকম আরও কিছু আসনে ঘটেছে। 


যাঁরা ইতিমধ্যেই জয়ী হয়েছেন, তাঁদের ছবি ও নাম দিয়ে X হ্যান্ডেলে পোস্ট করেছেন পেমা খাণ্ডু। 'টিম অরুণাচল'-এর উপর ভরসা রাখার জন্য রাজ্যের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর পোস্ট রিটুইট করেছেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি নেতা বিএল সন্তোষ, বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য, মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ- সহ একাধিক বিজেপি নেতা।


আরও পড়ুন: দিনে কত ইউনিট বিদ্যুৎ তৈরি করে বাড়ির সোলার প্যানেল? চাহিদা মিটবে?