কলকাতা: আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, আর্দ্রতাজনিত অস্বস্থি কমবেশি ছিলই। এদিন কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ১০০ ছুঁইছুঁই ! তবে আগামীকাল থেকে দুর্যোগমুক্ত আকাশ দেখতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।   ঘূর্ণিঝড় পাশ কাটিয়ে গেলে, গত কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ অবস্থা একাধিক জেলায়। আবার যদি বৃষ্টি নামে, তাহলে কী হবে ?  এই আশঙ্কায় রয়েছে উপকূলবর্তী এলাকার মানুষরা। তবে সেই আশঙ্কা উড়িয়ে সুখবরই দিল হাওয়া অফিস। আইএমডি এর অফিসিয়াল সাইটে, আর নেই লাল-কমলা-হলুদ সতর্কতা। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া , চলুন জেনে নেওয়া যাক।


ঘূর্ণিঝড় ‘দানা’ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। উত্তর ওড়িশা থেকে এগোচ্ছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশের দিকে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটছে বাংলায়। সকালে সূর্যের দেখা মিলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও, আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা ছিল। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল থেকে আবহাওয়া বদল। তবে আগামীকাল থেকে হাওয়া বদল হলেও, এই সুখ দীর্ঘস্থায়ী হবে না। কারণ কালীপুজোর ঠিক আগের দিন থেকেই ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ অক্টোবর, ৩১ অক্টোবর ফের ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।


 তবে কালীপুজোর আগে খুব একটা তাপমাত্রার বড় বদল হবে না। আগামীকালও কলকাতায় ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা ফের উপরের দিকে উঠেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ এর উপরে আছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য নীচে নামে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৮৬ শতাংশে।


আরও পড়ুন, RG করে গণ কনভেনশন শেষে মৌন মিছিল


প্রসঙ্গত, দানার প্রভাবে পূর্ব মেদিনীপুরের এগরা, খেজুরি ও নন্দীগ্রামের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় আড়াইশো গাছ উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে তিনশো থেকে চারশো কাঁচা বাড়ি। পূর্ব ঘোষণা মতো শুক্রবার বন্ধ ছিল হলদিয়া-নন্দীগ্রাম ফেরি পরিষেবা। প্রশাসন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের এগরা ১ নং ব্লক, খেজুরি ১ নম্বর ব্লক ও নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় আড়াইশো গাছ উপড়ে পড়েছে। সাড়ে তিনশো থেকে চারশো কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে ১৭৫টি বিদ্যুতের খুঁটি। 
 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।