অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বুধবার থেকে উত্তুরে হাওয়ার প্রভাব অনেকটাই কমবে। বাড়বে পুবালি হাওয়ার দাপট। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার দাপট থাকবে রাজ্য জুড়ে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


অসমে ও রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। শ্রীলঙ্কা উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী ২৪ ঘণ্টায়। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। 


দক্ষিণবঙ্গের আবহাওয়া: শীতের আমেজ একটু কমল। কমছে উত্তুরে হওয়ার দাপট। তার ফলেই আগামী দুদিন আরও কমবে শীতের আমেজ। সকাল সন্ধে থাকলেও শীতের আমেজ উধাও দিনে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু-তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে শীতের আমেজ থাকবে। শীতের আমেজ বাড়বে উইকেন্ডে। পারদ ফের নিম্নমুখী হতে পারে শনি-রবিবার। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আজ মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা, হাওড়া, হুগলি। ঘন কুয়াশার সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। আগামীকাল ঘন কুয়াশার সতর্কতা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।


উত্তরবঙ্গের আবহাওয়া: ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহার এবং মালদাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ও হালকা কুয়াশার সম্ভাবনা। আজ ঘন কুয়াশার দাপট বেশি থাকবে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। দৃশ্যমানতা দু এক জায়গায় ৫০ মিটারের কাছাকাছি আসতে পারে। আগামীকাল ঘন কুয়াশার দাপট থাকবে কোচবিহার এবং মালদাতে। আগামী  দু-দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রা পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। দুদিনে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে। তার প্রভাবে বদলাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া।


কলকাতার আবহাওয়া: আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সকাল এবং সন্ধেয় শীতের আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। আগামী পাঁচ দিনে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা। কুয়াশার সম্ভাবনাও বাড়বে। আজ হালকা মাঝারি কুয়াশা। আগামীকাল ঘন কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কমতে পারে শহরে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৮৭ শতাংশ। 


আরও পড়ুন: Kamarhati Building Collapse: সোজা করতে গিয়ে বিপত্তি, ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল