কলকাতা: অতিবৃষ্টি দেখা গিয়েছিল গত বর্ষায় । মে মাস থেকে শুরু হয়ে অক্টোবর মাস পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়েছিল । তবে শীতও চালিয়ে ব্যাটিং করছে । টানা শীতের আমেজ মালুম হচ্ছে বাংলার সর্বত্র । ২০২৫ সালের শেষ দিন, ৩১ ডিসেম্বর ছিল মরশুমের শীতলতম দিন ।
নতুন বছরেও শীতের কামড় রইল । ১ জানুয়ারি ঠান্ডা অনুভূত হয়েছে রাজ্যের সর্বত্র । গত চব্বিশ ঘণ্টায় শুষ্ক আবহাওয়া ছিল বাংলায় । তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল রাতে । সকালে কুয়াশা ছিল । কলকাতা বিমানবন্দরেও কুয়াশা ছিল । আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে এইরকমই আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ।
তবে উত্তরবঙ্গে দুই তিনদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । পর্যটকদের জন্য সুখবর । তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু জায়গায় । পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও চব্বিশ পরগনায় ঘন কুয়াশা থাকবে । বাকি জেলায় হালকা কুয়াশা থাকবে বলে পূর্বাভাস । আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ।
ন্যূনতম তাপমাত্রা আগামী দুই দিনে রাতে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে । উত্তর-পশ্চিম দিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রায় সামান্য হেরফের হবে বলে অনুমান আবহবিদদের ।
তবে শীতের আমেজ তাতে কমবে না । বরং আরও জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা । ৬-৭ জানুয়ারি থেকে ফের কমবে তাপমাত্রা । ঝঞ্ঝা কেটে গেলেই নামবে পারদ । কাল, ৩১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্র ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস । আজ, ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস । আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস । পরশু, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস । তারপর ফের কমবে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের ।
শীতের আমেজ চেটেপুটে উপভোগ করছে বাঙালি । বছরের প্রথমদিনই সকাল থেকেই ফেস্টিভ মুডে বাংলা । কলকাতা থেকে জেলা সর্বত্র আজ উৎসবের মেজাজ । পর্যটনস্থলে পর্যটকদের ভিড় । ঠান্ডার দাপটে সকাল সকাল আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় । । খুশি কচি কাচারা । নিক্কো পার্কে সকাল থেকে লম্বা লাইন টিকিট কাউন্টারে । ভিড় সায়েন্স সিটি-সহ সমস্ত দর্শনীয় জায়গায় ।