সঞ্চয়ন মিত্র, কলকাতা : কবে আসবে শীত? উত্সবের মরসুম সামনেই। এখন এটাই প্রশ্ন নভেম্বরের শেষে হিমেল পরশ গায়ে মাখা রাজ্যবাসীর। উত্তুরে হাওয়ায় দাপটে টানা ক’দিন পারদ পতন হতেই যখন শীত নিয়ে যখন কৌতূহলী শহরবাসী, তখনই  কোণঠাসা সেই উত্তুরে বাতাস। যার ফলে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী পারদ। 

আরও পড়ুন :

আবার ডিমের দামে লাফ, সাধারণের পকেটে চাপ

উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় নভেম্বরের শেষে শীতের আমেজ কার্যত উধাও । গত কয়েকদিনে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।

কলকাতার পাশাপাশি, জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী। সকাল-সন্ধেয় শীতভাব উধাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আমেজ ফিরতে পারে। উত্তরবঙ্গে বজায় থাকবে শীতের আমেজ। 

https://city.imd.gov.in/ - থেকে পাওয়া তথ্য অনুসারে , আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা থাকবে এই রকম। 

Date Min Temp Max Temp Weather
30-Nov 19.0 30.0
Mainly Clear sky
01-Dec 19.0 30.0
Mainly Clear sky
02-Dec 19.0 30.0
Mainly Clear sky
03-Dec 18.0 30.0
Mainly Clear sky
04-Dec 18.0 29.0
Mainly Clear sky
05-Dec 18.0 29.0
Mainly Clear sky
06-Dec 18.0 29.0
Mainly Clear sky

 

বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার পর থেকেই দুর্যোগ কেটে শিরশিরানি ফিরে এসেছিল দক্ষিণবঙ্গে। ফিরে এসেছিল শুষ্ক আবহাওয়ার মেজাজ।আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নামতে শুরু করেছে পারদ।  আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা।