অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রবিবার থেকেই শুষ্ক আবহাওয়া ছিল। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা। যদিও আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানায় যে, এখনই পারদ পতন নয়। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হয়। বুধবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে। উত্তরবঙ্গে আজ দার্জিলিং কালিম্পং-এ ছিটেফোঁটা বৃষ্টি। কাল থেকে একটানা শুষ্ক আবহাওয়া।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে, মায়ানমার বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত নিষেধাজ্ঞা।
এখনও পর্যন্ত, পূর্বমধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থান করবে। অন্যদিকে, মধ্য বাংলাদেশ এবং উত্তর-পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ সোমবার ও কাল মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে, পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
তবে, বুধবার ও বৃহস্পতিবারে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবারেও হালকা বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। শনিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া।
আজকেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মূলত পরিস্কার আকাশ; কখনো আংশিক মেঘলা আকাশ। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ; শুষ্ক আবহাওয়া।
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে বৃষ্টির এতদিন ধরে বৃষ্টি হলেও ধীরে ধীরে এর প্রভাব কমে আসায় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় অনিয়মিত ঝড়-বৃষ্টি চলবে। তবে, ঠিক কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং শীতের আমেজ পাওয়া যাবে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
কলকাতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।