প্রথমবার মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারত। এর আগেও দু-দু'বার সেই সুযোগ তৈরি হয়েছিল তাঁর নেতৃত্বে। কিন্তু, স্বপ্নপূরণ হয়নি। অবশেষে বিশ্বকাপ জয় ভারতের। তাই আবেগ বাঁধ ভাঙল প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজের। সেই আনন্দ-উচ্ছ্বাসের কথাই এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন তিনি। এতদিনের অধরা বিশ্বজয়ের স্বপ্ন পূরণে তাঁর গর্বের কথা লিখলেন।
মিতালি লেখেন, 'বিশ্বের চ্যাম্পিয়ন.ইন। ভারতের মেয়েরা বিশ্বকাপ ট্রফি তুলছেন... দুই দশকের বেশি সময় ধরে আমি এই স্বপ্নটা দেখেছি। আজ রাতে, সেই স্বপ্ন পূরণ হল।'
২০০৫ ও ২০১৭ সালে ভারতকে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল মিতালির নেতৃত্বাধীন ভারত। কিন্তু, শেষ ধাপ অতিক্রম করা হয়নি। অস্ট্রেলিয়া ও পরে ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারত। হৃদয় ভাঙে দেশবাসীর। কিন্তু, এবার আর তার পুনরাবৃত্তি হয়নি। স্বভাবতই উচ্ছ্বসিত মিতালি লিখলেন, '২০০৫ সালের মর্মান্তিক ঘটনা থেকে শুরু করে ২০১৭ সালের লড়াই, প্রতিটি অশ্রু, প্রতিটি ত্যাগ, প্রত্যেক তরুণী যারা ব্যাট তুলেছিল এই বিশ্বাসে যে আমরা এখানে আছি, সবকিছুই এই মুহূর্তটির দিকে পরিচালিত করেছে। বিশ্ব ক্রিকেটের নতুন চ্যাম্পিয়নদের উদ্দেশ্যে বলছি, তোমরা কেবল একটি ট্রফি জিতলে না, বরং ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য স্পন্দিত প্রতিটি হৃদয় জয় করেছ। জয় হিন্দ।'