কলকাতা: রক্ষে নেই পুজোর শেষ বেলাতেও। বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হল নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দশমী-একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। (West Bengal Weather Updates)
এবছর পুজোর শেষ বেলাতেও নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ ও আগামী কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দ্বাদশীর পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (Weather Updates)
বঙ্গোপসাগর থেকে উত্তর এবং উত্তর-পশ্চিম অভিমুখে নিম্নচাপ এগোচ্ছে এই মুহূর্তে। আজই সেটি ভারী নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছেন আবহবিদরা। ওড়িশার দক্ষিণ প্রান্তে গিয়ে অবস্থান করবে নিম্নচাপটি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কোথাও ভারী, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারীত বৃষ্টিও হতে পারে। বঙ্গোপাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বিশাখাপত্তনম থেকে ৫০০ এবং পারাদ্বীপ থেকে ৪০০ কিলমিটার দূরে অবস্থান করছে। সেই আবহেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়।
কলকাতায় সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝে মাঝে থামলেও, বৃষ্টি হয়ে চলেছে। আজ দুর্গাপুজোর শেষ দিন, দশমী। আজ প্রতিমা নিরঞ্জনের দিন। এমনিতেই বিষণ্ণতার সুর আকাশে-বাতাসে। তার উপর বৃষ্টি আরও বিষণ্ণতা বয়ে এনেছে। তা সত্ত্বেও মণ্ডপে মণ্ডপে ভিড় জমেছে। বৃষ্টির জন্য দেবীকে বরণের সুযোগ হাতছাড়া করতে নারাজ তাঁরা। এখনও রাস্তায় রয়েছেন বহু মানুষ। রাতভর ঘুরে এখনও বাড়ি ফেরেননি তাঁরা।
দুর্যোগ আঁচ করে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে এই চার জেলায়। উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার দুর্গাপুজোর কার্নিভালের দিন বৃষ্টি কমবে। আগামীকাল ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।