ঝিলম করঞ্জাই, কলকাতা: অসহ্য গরম থেকে আজই নিষ্কৃতি? বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে কাল অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি বাড়বে, চলবে মঙ্গলবার পর্যন্ত। এর মধ্যে এই বৃষ্টির জেরে কলকাতায় গরম কমার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।  


সেই কারণেই রাজ্যে হাওয়া বদল। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ভিজতে পারে কলকাতাও। শহরের সর্বোচ্চ তাপমাত্রা দু’দিন ধরেই চল্লিশের নীচে রয়েছে। 


ফলে আপাতত তাপপ্রবাহের কবলমুক্ত কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ধীরে ধীরে কমবে পশ্চিমা গরম বাতাসের দাপট। আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার থেকে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। 


পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হতেই কমল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার সর্বোচ্চ তাপমাত্রা। তবে জলীয় বাষ্প ও রোদের তেজে অস্বস্তিকর গরম রয়েছে। 


আরও পড়ুন, 'রাজনীতিতে হিংসা নয় মিষ্টতা বাড়ুক', হাওড়ায় 'অভিনব মিষ্টি', বিক্রি বেশি তৃণমূলের!


বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহের কবল থেকে মুক্ত ছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও কমেছে গরমের দাপট। বিগত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর। রোজই নতুন নতুন রেকর্ড গড়ছিল পারদ। চাতকের মতো একটু বৃষ্টির অপেক্ষা করছিলেন সকলে। দীর্ঘ দহন জ্বালা কাটিয়ে অবশেষে মিলল সুখবর। আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


কোন কোন জেলায় বৃষ্টি? 


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চলতে পারে দমকা হাওয়াও। রবিবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে