নয়াদিল্লি : রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে তাঁর পোস্টটি ছিল মজার ছলে। এবং সেই হিসাবেই তাঁর মন্তব্যকে দেখা হোক। এমনই আবেদন জানালেন রাশিয়ার কিংবদন্তি দাবাড়ু গ্যারি ক্যাসপারভ। কংগ্রেস সাংসদ দাবার প্রতি ভালবাসার কথা জানানোর পর রাশিয়ার দাবাড়ুর প্রতিক্রিয়া সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করতে ময়দানে নামলেন কিংবদন্তি দাবাড়ু। পাশাপাশি তিনি আশাপ্রকাশ করেন, ভারতের রাজনীতি নিয়ে তাঁর ছোট্ট এই জোকটি কোনও পক্ষকে সমর্থন বা বিশেষজ্ঞসুলভ মত নয়।


ঘটনাটা কী ?


কংগ্রেস সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে। যাতে দেখা যাচ্ছে, লোকসভা ভোটে প্রচারের বিরতিতে মোবাইল ফোনে দাবা খেলছেন রাহুল। ওয়েইনাডের সাংসদ এও জানান, ক্যাসপারোভ তাঁর প্রিয় দাবাড়ু। রাজনীতি ও দাবাড় মধ্যে মিলের কথাও তুলে ধরেন তিনি। 


তাঁর এই মন্তব্য নিয়ে এক এক্স ব্যবহারকারী লেখেন, "এটা ভেবে স্বস্তি পেলাম যে @Kasparov63 ও @vishy64theking খুব তাড়াতাড়ি অবসর নিয়ে নিয়েছেন। আমাদের সময়ের সেরা দাবাড়ু প্রতিভার মুখোমুখি হতে হয়নি।"


একটু অস্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে ঢুকে পড়েন ক্যাসপারভ। উপরের পোস্টে প্রতিক্রিয়া জানান তিনি। রাহুলকে উদ্দেশ্য করে লেখেন, 'ঐতিহ্যগত রীতি মেনে শীর্ষে যাওয়ার আগে আপনাকে রায়বরেলি থেকে জিততে হবে।' প্রসঙ্গত, রাশিরায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক এই কিংবদন্তি দাবাড়ু। দেশ থেকে পালিয়ে ক্রোয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি।


ভিডিওয় রাহুলকে আরও বলতে শোনা যায়, রাজনীতিকদের মধ্যে তিনি সেরা দাবাড়ু। সে প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে অভিনেতা রণবীর শোরে ক্যাসপারভকে উল্লেখ করেন, 'আপনি কি এই মুভটি করতে পারবেন ?' যে পোস্টটি দেখে আপাত দৃষ্টিতে রাহুলকে অভিনেতার খোঁচা বলেই মনে হচ্ছে। বিষয়টি নিয়ে আরও জলঘোলা হওয়ার আগেই ময়দানে নামেন ক্যাসপারভ।


কিছু পরেই নিজের অবস্থান স্পষ্ট করে ৬১-র দাবাড়ু তথা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন লেখেন, 'আমি মনে করি, আমার এই ছোট্ট মজাটি ভারতের রাজনীতি নিয়ে কোনও পক্ষকে সমর্থন বা বিশেষজ্ঞসুলভ মত নয় ! আমাকে যেমনটা আগে বলা হত  'all-seeing monster with 1000 eyes,' সেই মতোই কোনও রাজনীতিক আমার ভালবাসার খেলাকে সিক্ত করবেন তা আমি মেনে নিতে পারি না।"