সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাংলায় (West Bengal) শেষ হচ্ছে শীতের (Winter) দিন। আগামীকাল বৃহস্পতিবার থেকেই বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা, এবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ফাল্গুনের শুরুতেও বাতাসে হিমেল পরশ। যদিও কিছুটা ঊর্ধ্বমুখী হল পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। 


গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা কম। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিদায় নেবে শীত।


রাজ্যে শীতের লাস্ট ইনিংসে অবশ্য ভোরের দিকে হিমেল পরশ থাকছে। যদিও দুপুরে চড়া রোদ থাকবে। বেলা বাড়তে উষ্ণতার ছোঁয়া থাকবে। গরমও থাকবে, থাকবে আর্দ্রতার অস্বস্তিও। তবে বিকেলের পর থেকে ফের মনোরম আবহাওয়া পাবে রাজ্যবাসী। যদিও নতুন করে পারদ পতনের সম্ভাবনা কম।                                                                         


আরও পড়ুন, ডিএ নিয়ে দ্বিধাবিভক্ত সরকারি কর্মীরাই! কেউ খেললেন আবীর, কেউ দেখালেন ক্ষোভ


উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব থাকবে আরও বেশ কয়েকটা দিন।পাহাড়ের বেশিরভাগ জেলাতে হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।                                                                        


হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও বৃষ্টির ছিটেফোঁটা পূর্বাভাসও নেই। তবে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেতে পারে বলে মৌসম ভবন সূত্রে খবর। আগামী ৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।