সঞ্চয়ন মিত্র, কলকাতা: বড়দিনের মতো বর্ষবরণেও শীত উধাও। আবহাওয়া অফিস জানিয়েছে, নতুন বছরের প্রথম দিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও, তাতে খুব একটা কিছু হেরফের হবে না। একদিকে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। 


বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পুবালি হাওয়ার দাপট। তার জেরে বেলা গড়ালে শীতের আমেজটুকুও থাকছে না। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। 


উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লিতে কোল্ড ওয়েভের সতর্কতা জারি হয়েছে।                                                                                                                         


নতুন বছরে কলকাতার আবহাওয়া কেমন থাকবে? 


কলকাতায় স্বাভাবিকের অনেকটাই উপরে রাতের তাপমাত্রা। জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া। নতুন বছরের প্রথম সপ্তাহে পারা পতনের সম্ভাবনা। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষে ফের ১৫ ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ। পাশাপাশি জেলায় জেলায় ১০ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। পশ্চিমের দু এক জেলায় দশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে তাপমাত্রা। তার আগে শীতের ব্যাপারে হতাশ করবে বর্ষ শেষ ও বর্ষ বরণের দিন গুলো। ভোরের দিকে সামান্য শীতের আভাস থাকলেও, বেলা বাড়লেই তাপমাত্রা এবং জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে। 


আরও পড়ুন, নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক ? রাজ্য-রাজনীতিতে শোরগোল


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভোরে খুব হালকা শীতের আমেজ সকাল ৯ টা থেকেই উধাও হয়ে যাবে আগামী আরও ৪ দিন। এই ৪ দিন কোনোভাবেই রাতের তাপমাত্রা নামবে না। পরিস্থিতি বদল হবে ৩ জানুয়ারি থেকে। ৪ জানুয়ারি থেকে ফের নিম্নমুখী হবে রাতের তাপমাত্রা। অন্য দিকে দিনের তাপমাত্রা আজ ও কাল আরও কিছুটা বাড়তে চলেছে। ফলে শীতের আমেজ পেতে নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা ছাড়া গতি নেই।