অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মাঘের শুরুতে শীত উধাও। সকাল থেকে ঘন কুয়াশা। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমেছে ৫০ মিটারেরও নীচে। কলকাতা-সহ রাজ্য়ের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।
আবহাওয়ার আপডেট: দক্ষিণবঙ্গের ১২টি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা করা হয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া--সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কুয়াশার দাপট উত্তরবঙ্গের ছয় জেলাতেও। শীতের পথে কাঁটা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। ফলে পারদ ঊর্ধ্বগামী। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। ঝঞ্ঝার বাধা কাটিয়ে রবিবার থেকে ফিরতে পারে শীত। ২-৩ দিনে চার ডিগ্রি নামতে পারে পারদ।
এদিকে ঘন কুয়াশার কারণে কলকাতায় ব্যাহত বিমান পরিষেবাও। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় সকালে কলকাতা বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি কোনও বিমান। কলকাতাগামী চারটি বিমান রাঁচি ও ভুবনেশ্বরে পাঠানো হয়। উন্নত মানের রানওয়ে থাকলেও কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা করতে পারেনি। বেলার দিকে একটি-দুটি করে বিমান উড়লেও, স্বাভাবিক হয়নি পরিষেবা। কুয়াশার কারণে ধীরে চলছে বহু দূরপাল্লার ট্রেন। ডাউন রাজধানী ও দুরন্ত এক্সপ্রেস দেরিতে চলছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: শুক্রবার ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সাত জেলাতে। সকাল সন্ধেয় থাকলেও শীতের আমেজ শীত উধাও দিনে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় আরও একটু বাড়তে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে শীতের আমেজ থাকবে। শীতের আমেজ বাড়বে আগামী সপ্তাহের শুরুতে। পারদ ফের নিম্নমুখী হতে পারে রবিবার। রবিবার থেকে দু-তিনদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া: শুক্রবার সকালে ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গেও তাপমাত্রা পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা ফের নামবে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে। তার প্রভাবে বদলাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া।
কলকাতার আবহাওয়া: আগামী ২৪ ঘণ্টায় আরও একটু চড়তে পারে পারদ। আগামী দু'দিনে তাপমাত্রা স্বাভাবিকের উপরই থাকবে। রবিবার থেকে আবার তাপমাত্রার নিম্নমুখী পারদ। আগামী পাঁচ দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। ।
আরও পড়ুন: TMC Education Cell: তৃণমূল শিক্ষা সেলে রদবদল, নতুন সমীকরণের ইঙ্গিত?