অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রবিবার থেকে পারদ পতনের পূর্বাভাস। রাজ্যের বিভিন্ন জেলাতে, মূলত পশ্চিমের জেলাতে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। বড় খবর দিল আবহাওয়া দফতর। 

Continues below advertisement

আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে খুব সকালে কিছুটা বাড়তে পারে শীতের আমেজ। তবে খুব বেশি পারদ পতনের সম্ভাবনা নেই। অন্যদিকে, কলকাতায়, রাতের দিকে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রাতের তাপমাত্রা। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। অন্যদিকে, আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর নীচে ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে বলে অনুমান আবহবিদদের।  

দক্ষিণবঙ্গের আবহাওয়া

Continues below advertisement

শুক্রবার উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ ছিল। বাকি জেলায় মূলত পরিষ্কার আকাশই থাকবে।  কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বাড়ে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা ধোঁয়াশা কিছু জেলার কিছু অংশে। আগামী সোমবার থেকে সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। পরিষ্কার আকাশ থাকবে গোটা সপ্তাহ জুড়ে।  সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে ধারণা আবহবিদদের। খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে।‌ সকালে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও বাড়বে।  

উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু-দিন তাপমাত্রার পরিবর্তন নেই। রবিবার থেকে সামান্য পারদ পতনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। যাঁরা দুর্যোগের ভয়ে উত্তরবঙ্গে বেড়ানো বাতিল করছেন, তাঁদের জন্য সুখবর। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। উইকেন্ডে শীতের আমেজ একটু বাড়তে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের মত পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে।     

কলকাতার আবহাওয়া

আজ শুক্রবার রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। রাতের তাপমাত্রা সামান্য বাড়লো। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ।  রবিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২০-২১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর নিচে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে, অনুমান আবহবিদদের।