কলকাতা: নৌশাদ সিদ্দিকির গ্রেফতারি মামলায় হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য।


'একটা ঘটনায় ৮৮ জন গ্রেফতার? প্রতিরোধমূলক গ্রেফতারির ক্ষেত্রে এতদিন ধরে ৮৮ জন জেলে? এই ধরনের ঘটনায় ১-২ জন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু ৮৮ জন? এই ৮৮ জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো?' রাজ্যকে প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের।


পাশাপাশি নৌশাদের আইনজীবীকেও প্রশ্ন করেছেন বিচারপতি। 'একজন নেতা বা বিধায়কের এ ধরনের ভূমিকা হয়? গণতন্ত্রের নামে এধরনের আচরণ করা যায়? প্রতিবাদের নামে এ ধরনের অনিয়মিত আচরণ করা যায় কি?' নৌশাদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির।
'এটা একজন নেতার কাছ থেকে আশা করা যায় না', মন্তব্য বিচারপতি বাগচীর। বুধবার মামলার পরবর্তী শুনানি।


২২ জানুয়ারি, সেদিন ছিল শনিবার। ভাঙড়ে তৃণমূলের সঙ্গে ISF-এর সংঘর্ষের আঁচ এসে পড়েছিল ধর্মতলায়। ISF-এর অবরোধ, পুলিশের লাঠি-কাঁদানে গ্যাসে। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল শহরের প্রাণকেন্দ্র।


সেদিন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। মাঝে কেটে গেছে গোটা একটা সপ্তাহ। নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে একাধিক আন্দোলন-কর্মসূচি করেছে ISF। ঘণ্টায় ঘণ্টায় রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন পিরজাদারা। যদিও, আদালতের নির্দেশে এখনও পুলিশ হেফাজতেই রয়েছেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ একাধিক কর্মী-সমর্থক।                                                                        


বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তৃণমূল ও পুলিশের যোগসাজশে পঞ্চায়েত ভোটের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ করল আইএসএফ। অভিযোগ মানতে নারাজ তৃণমূল।     


ভাঙড়ে TMC-ISF সংঘর্ষ, দেদার বোমাবাজি, নৌশাদের গাড়ি ভাঙচুর।  ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-ISF খণ্ডযুদ্ধ, টেনে হিঁচড়ে নৌশাদকে গ্রেফতার।২১ তারিখ ISF-এর প্রতিষ্ঠা দিবসে, ভাঙড়ে উত্তেজনা। ধর্মতলায় পুলিশ-ISF খণ্ডযুদ্ধ।  ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গ্রেফতারি ঘিরে রাজ্য় রাজনীতি এখনও উত্তপ্ত। সেই ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ করল আইএসএফ। তাদের দাবি, সংঘর্ষের ঘটনায় বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তৃণমূল ও পুলিশের যোগসাজশে পঞ্চায়েত ভোটের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে।