কলকাতা : কনকনে ঠান্ডায় ঘুম ভাঙল বাংলার। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই মরসুমের সবথেকে বেশি পারদ পতন। বৃহস্পতিবার কাঁপুনি দেওয়া ঠান্ডার অনুভূতি ছিলই, রাতের দিকে আরও নামল তাপমাত্রা। ১৩.৬ থেকে নেমে কলকাতায় রাতের পারদ ১৩.২। কলকাতায় এখন স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি নিচে রাতের তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় আড়াই ডিগ্রি কম দিনের পারদও।
পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীত?
কিন্তু এমন ঠান্ডার ইনিংস মোটেও দীর্ঘ নয়, রবিবার থেকেই ঊর্ধ্বমুখী হবে পারদ। ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তুরে হাওয়া। তার জেরে ফের বাড়বে তাপমাত্রা। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় এবার বাধা পড়ছে শীতে। পৌষ সংক্রান্তি অর্থাৎ ১৪ জানুয়ারির আগে ফের তাপমাত্রা বাড়ারই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। ১০ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। তাই পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীত না পড়ারই সম্ভাবনা বেশি।
শুক্রবার শীতের আমেজ জারি থাকবে । শুক্রবার হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায়। সকালের দিকে পশ্চিম বর্ধমান ও বীরভূম মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া
কলকাতায় শুক্রবার বিকেল পর্যন্ত অবাধে বইবে উত্তুরে হাওয়া। ফলে দিনের তাপমাত্রা তেমন বাড়তে পারবে না। রাতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। শনিবার থেকে বুধবারের মধ্যে কিছুটা বাড়বে তাপমাত্রা। পৌষ সংক্রান্তিতেও শীতের আমেজ কম থাকবে। তারপর মাঘ মাসে আর জাঁকিয়ে শীত ফিরবে কিনা তানিয়ে সংশয়ে আছেন আবহাওয়াবিদরা।
বৃষ্টির সম্ভাবনা
রবিবার থেকে তাপমাত্রার গতি উপরের দিকে হলেও, উত্তরবঙ্গে কনকনে শীতে ছেদ পড়বে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে দার্জিলিংয়ে উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তর ও দক্ষিণবঙ্গের দু চার জেলায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? কী বলছে IMD র ওয়েবসাইট?
7 Day's Forecast/Warnings | ||||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
10-Jan | 11.0 | 23.0 | Fog/mist in the morning and mainly clear sky later | No warning | 0 | 0 | ||
11-Jan | 12.0 | 24.0 | Moderate Fog | No warning | 0 | 0 | ||
12-Jan | 13.0 | 25.0 | Moderate Fog | No warning | 0 | 0 | ||
13-Jan | 14.0 | 26.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
14-Jan | 13.0 | 26.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
15-Jan | 12.0 | 25.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
16-Jan | 11.0 | 24.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 |
আরও পড়ুন :
জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য