West Burdwan: দামোদরপুরে মুরগির মাংস কেনা নিয়ে বচসা, মহিলাদের লাঠিচার্জ নিরাপত্তারক্ষীর
West Burdwan: গতকাল রাত ১১টা নাগাদ কারখানার এক নিরাপত্তারক্ষী মদ্যপ অবস্থায় সেখানে গেলে দু'জনের মধ্যে বচসা শুরু হয়। গ্রামবাসীরা সেখানে এলে তাঁদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে কারখানার নিরাপত্তারক্ষীরা।
![West Burdwan: দামোদরপুরে মুরগির মাংস কেনা নিয়ে বচসা, মহিলাদের লাঠিচার্জ নিরাপত্তারক্ষীর west burdwan damodarpur Security guards at a private factory accused of charging villagers with sticks over buying chicken meat West Burdwan: দামোদরপুরে মুরগির মাংস কেনা নিয়ে বচসা, মহিলাদের লাঠিচার্জ নিরাপত্তারক্ষীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/09/8f990f67a9487b2e3473bfab6438d57a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: মুরগির মাংস কেনা নিয়ে বচসার জেরে গ্রামবাসীদের উপর লাঠি চার্জ করার অভিযোগ উঠল। একটি বেসরকারি কারখানার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ উঠল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীধর মেটাল প্রাইভেট লিমিটেড নামে এক বেসরকারি কারখানার সামনে। স্থানীয় সূত্রে খবর, ভোলা বাউরী নামে দামোদরপুর গ্রামের এক যুবকের কারখানার সামনে পোলট্রি মুরগির মাংসের দোকান রয়েছে। গতকাল রাত ১১টা নাগাদ কারখানার এক নিরাপত্তারক্ষী মদ্যপ অবস্থায় সেখানে গেলে দু'জনের মধ্যে বচসা শুরু হয়। দামোদরপুর গ্রামের বাসিন্দারা খবর পেয়ে সেখানে এলে তাঁদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে ওই কারখানার নিরাপত্তারক্ষীরা। এমনই অভিযোগ স্থানীয়দের। মহিলাদের উপর লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ আনেন তারা। এই ঘটনার পর আজ সকাল ৯টার দিকে প্রচুর পরিমাণ স্থানীয়রা ওই বেসরকারি কারখানার গেটের সামনে জড়ো হয়ে শ্রমিকদের অস্থায়ী ঘরে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ।
এদিকে পশ্চিম বর্ধমানে অন্য় একটি ঘটনায় প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে টাকা রোজগার করার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলটি (Kulti) থানার মানবেড়িয়া এলাকায়। জানা যাচ্ছে, শুকনো খাবার, আটা প্রভৃতি প্যাকিংয়ের কাজের প্রশিক্ষণ দিয়ে তা ঘরে বসে করার এবং তার মাধ্যমে টাকা রোজগারের টোপ দিয়ে প্রতারণা করা হয়েছে বিভিন্ন মহিলাদের সঙ্গে।
বিভিন্ন সময়ই এছাড়া বিশেষ করে করোনা পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) চাহিদা বেড়েছে। বহু সংস্থাই প্রশিক্ষণ দিয়ে বাড়িতে বসে কাজের সুযোগ করে দিচ্ছে। তেমনই আসানসোলের (Asansol) একটি সংস্থা। শুকনো খাবার, আটা প্রভৃতি প্যাকিং করার প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে কাজের সুযোগ দেওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি। আসানসোলের বিভিন্ন এলাকায় প্রায় আঠেরোটি সেন্টারও রয়েছে এই সংস্থার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে টাকা রোজগারের কথা বললেও আসলে তার মাধ্যমে প্রতারিত হয়েছেন আবেদনকারীরা। প্রতারিত মহিলারা অভিযোগ জানাচ্ছেন যে, বিভিন্ন জিনিস প্যাকিং করার কাজের টোপ দিয়ে তাঁদের থেকে টাকা নিয়েছে অভিযুক্ত ওই সংস্থা। কিন্তু টাকা নেওয়ার পরও তাঁদের কোনও কাজের ব্যবস্থা করা হয়নি। প্রতারিত মহিলাদের এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষরা। সংস্থার দুই সদস্যকে হাতের কাছে পেয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সংস্থার সদস্যদের তাঁরা মারধর করে একটি ঘরে আটকেও রাখেন বলে জানা গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)