মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মুখে কাপড় বেঁধে পরপর দুটি বাড়িতে চুরি। ঘরে ঢুকে প্রায় কুড়ি ভরি সোনা ও লক্ষাধিক নগদ টাকা লুঠ। ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। তদন্তে দুর্গাপুর থানার পুলিশ (Durgapur Police Station)। 


দুর্গাপুরে দুটি বাড়িতে চুরি: মুখে কাপড় বেঁধে জানালা ভেঙে বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরি। লোকসভা নির্বাচনের আবহে ব্যাপক চাঞ্চল্য শিল্পাঞ্চল দুর্গাপুরে। শিল্পাঞ্চল দুর্গাপুরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত বেঙ্গল অম্বুজা। সেখানের ২৩ নম্বর স্ট্রিটের দুটি বাড়ির জানালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় কুড়ি ভরি সোনার গয়নর আর প্রায় ২ লক্ষ টাকা চুরি যায়।


চুরির ঘটনায় সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে রবিবার ভোর তিনটে নাগাদ জানালা ভেঙে ভেতরে ঢুকছে দুষ্কৃতীরা। মুখে গামছা বেঁধে চারজন দুষ্কৃতী ঘরে ঢোকে। বাড়ির মালিক অধীর কুমার ঘোষের অভিযোগ, সকালে উঠে দেখেন ঘরের দরজা ভেতর দিক দিয়ে বন্ধ। তখনই সন্দেহ জাগে তাঁদের। বাইরে বেরোতেই দেখেন জানালা ভেঙে ভেতরে ঢুকেছে দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নগদ দেড় লক্ষ টাকা সঙ্গে প্রায় ১৫ ভরি সোনা নিয়ে চম্পট দেয় তারা। তার পাশের বাড়ির মালিক রুনা দাস অভিযোগ করেন, তাঁদের বাড়িতেও দুষ্কৃতীরা জানালা ভেঙে ভেতরে ঢোকে। আলমারি ভেঙে নগদ ১৫ হাজার টাকা সঙ্গে প্রায় ছয় ভরি সোনা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে সেই চিত্র। ঘটনার স্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।


এর আগে গত মাসে চুরির ঘটনা ঘটল কলকাতা (Kolkata) মালদাগামী (Malda) গৌড় এক্সপ্রেসে (Gour Express)। সর্বস্ব হারিয়ে রেল পুলিশে যাত্রী নিরাপত্তা নিয়ে অভিযোগও জানিয়েছিলেন ওই ব্যক্তি। ঘটনার দিন অভিযোগকারী, সৌমেন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদা যাচ্ছিলেন গৌড় এক্সপ্রেসে। তিনি জানিয়েছিলেন, শিয়ালদা থেকে এসি টু টায়ারে এ থ্রি কোচে তিনি ওঠেন। এরপর রাত সাড়ে ১১ টা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন। রাত ৩টে ৫৮ নাগাদ তাঁর ঘুম ভাঙে। সেই সময় ট্রেন পাকুড় ঢুকছে। লক্ষ করেন  কেউ বা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল ও নগদ ৬৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এরপর তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে জিআরপিতে অভিযোগ জানান। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: WBCHSE Board 12th Result 2024: ৮ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, এক ক্লিকে রেজাল্ট wb12.abplive.com-এ