কৌশিক গাঁতাইত, কুলটি: কলকাতা থেকে গয়াগামী দূরপাল্লার বাস থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে বাসটিকে আটক করে কুলটি থানার পুলিশ।


বাসটিতে তল্লাশি চালিয়ে তিরিশটি তাজা বোমা উদ্ধার করা হয়। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।  এই ঘটনায় বাসযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


এর আগে চলতি মাসের গোড়ায়, বিহার থেকে কলকাতাগামী বাস থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। গ্রেফতার করা হয় একজনকে। গোপন সূত্রে খবর পেয়ে হুগলির ডানকুনি টোলপ্লাজার কাছে সাদা পোশাকে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফের এটিএস শাখা। 


মাইতিপাড়া মোড়ে ভাগলপুর-কলকাতাগামী একটি বাস আটকে তল্লাশি চালানো হয়। বাস থেকে পাকড়াও করা হয় অমর কুমার নামে মুঙ্গেরের বাসিন্দা এক যুবককে।


চলন্ত বাসে উদ্ধার কার্বাইন (Carbine recovered from Bus)


ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ৯ এমএম কার্বাইন ও তার দুটি ম্যাগজিন এবং ৫টি ৭.৬৫ এমএম পিস্তল, তার দশটি ম্যাগাজিন। ধৃতের কাছে সাব মেশিনগান জাতীয় কার্বাইন উদ্ধার হওয়ায় তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ। পুলিশ সূত্রে খবর, কার্বাইন সাধারণত ব্যবহার করে সেনাবহিনী। জঙ্গিগোষ্ঠীগুলিও বেআইনিভাবে তৈরি কার্বাইন ব্যবহার করে।


কলকাতায় কেন আনা হচ্ছিল কার্বাইন? অস্ত্র উদ্ধারের সঙ্গে জঙ্গি যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, টিটাগড়ে মণীশ শুক্ল খুনে ব্যবহার করা হয়েছিল কার্বাইন। 


অক্টোবর ৪ মনীশ শুক্লা গুলিতে ঝাঁঝরা করে। কার্বাইন ব্যবহার করে সেই ঘটনায় পুলিশ সোদপুরে উদ্ধার ব্যবহৃত একটি বাইক কার্বাইন। ফলে খুনের ষড়যন্ত্রের কথাও ভাবাচ্ছে তদন্তকারীদের। 


এটিএস সূত্রে খবর, ধৃতের মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে। চেক করা হচ্ছে কললিস্ট। ডানকুনি থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


অন্যদিকে, নিউটাউনের নারায়ণপুরে আন্তর্জাতিক আগেয়াস্ত্র পাচারচক্রের হদিশ। রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার চক্রের মূল পাণ্ডা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম।