মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বঞ্চিত সরকারি আবাস যোজনার (PMAY Scam) সুযোগ সুবিধে থেকে, মেলেনি একশো দিনের কাজের (100 Days Project)  টাকা। এমনকি আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি (Corruption) হয়েছে। এইসব অভিযোগ তুলে আজ অন্ডাল বিডিও অফিসের সামনে তুমুল বিক্ষোভ এলাকার বঞ্চিত গ্রামবাসীদের। আন্দোলনকে সমর্থন করে বঞ্চিতদের পাশে সিপিআইএম। শুরু রাজনৈতিক তরজা (Political Clash)। 


 তালিকায় নাম ছিল ছবিও তোলা হয়েছিল কিন্তু আচমকা সরকারি আবাস যোজনার বাড়ি পাওয়া থেকে বঞ্চিত তারা, অথচ আর্থিক ভাবে ক্ষমতা সম্পন্নদের বাড়ি মিলেছে। প্রতিবাদে আজ অন্ডাল বিডিও অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল হলো খনি এলাকার বিভিন্ন প্রান্তের গ্রামবাসীরা। অভিযোগ বারবার আবেদন নিবেদন করা হয়েছিল পার্টির নেতাদের কাছে, প্রশাসনের কাছে কিন্তু কাজ হয়নি। আজ অন্ডাল বিডিও অফিস কার্যত অবরুদ্ধ করে দিয়ে মূল গেটের সামনে বসে পড়েন আন্দোলনকারীরা।


এদের অভিযোগ শুধু সরকারি আবাস যোজনা নয়, বছর দেড়েক আগে একশো দিনের কাজ করেছিলেন তারা, কিন্তু সেই টাকাও মেলেনি আজও, রেশন কার্ডের সুবিধে মিলছে না, সর্বোপরি আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে, যোগ্যরা না পেয়ে অযোগ্যরা পেয়ে গেছে আশা কর্মীর কাজ সেটাও আবার বহিরাগতরা। অবিলম্বে আবাস যোজনার বাড়ি চাই নচেৎ তারা বিডিও অফিসের মূল গেটের সামনে থেকে উঠবেন না তারা, সরকারি সুযোগ সুবিধে থেকে বঞ্চিতদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে জেলা সিপিআইএম নেতৃত্ব অন্ডাল বিডিও অফিসের সামনে চলে আসে।


বিশাল পুলিশ বাহিনী অন্ডাল বিডিও অফিসের গেট লাগিয়ে দিয়ে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই এই দাবি থেকে তারা পিছু হটবেন না বলে সাফ জানিয়ে দেন। শেষে দাবি সম্বলিত স্মারকলিপি অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাসের হাতে তুলে দেয় জেলা সিপিআইএম নেতৃত্ব, কিন্তু এরপরেও ফের দেখছি দেখবো করে যাওয়া হলে ধারাবাহিক আন্দোলন তো বটেই প্রয়োজনে অন্ডালে জাতীয় সড়ক অবরোধ করে চরম আন্দোলোনে সামিল হবেন তারা জানিয়ে দেন জেলা সিপিআইএম নেতৃত্ব।


আরও পড়ুন, সাংবাদিক বৈঠকে উঠল 'কুন্তল' প্রসঙ্গ, কাকে 'দালাল' বললেন শিক্ষামন্ত্রী ?


অন্যদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করে অন্ডাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৌশিক মন্ডল জানান, এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, ছড়িয়ে ছিটিয়ে নয় সবকটি রাজনৈতিক দলকে একজোট হয়ে রাজনীতির উর্ধে উঠে আন্দোলন করতে হবে, যদিও বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকারকে এই ইস্যুতে তুলোধোনা করেছেন। অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, অভিয়োগ পেয়েছি তদন্ত করে দেখবে প্রশাসন। সব মিলিয়ে শুক্রবার অন্ডাল বিডিও অফিসের সামনে  সরকারি সুযোগ সুবিধে থেকে বঞ্চিত মানুষজনদের এই আন্দোলনকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, অন্ডাল বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসুচিকে ঘিরে কোনওরকম অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়ন ছিল।