কৌশিক গাঁতাইত, আসানসোল: রেলের (Rail) জমিতে অনুমোদনহীন স্কুল (School) চালানোর অভিযোগ। বুলডোজার এনে আসানসোলে (Asansol) বাড়ি গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে দাবি, যে বাড়ি ভাঙা হয় সেখানে চলছিল স্কুল। যদিও রেলের দাবি, স্কুল নয় ভাঙা হয় কোয়ার্টার। প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল (TMC)।
পে লোডার এনে স্কুলবাড়ি গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ: বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি। আসানসোলের (Asansol) ডুরান্ড কলোনিতে (Durand Colony) রেলের জমিতে বাড়ি ভাঙা নিয়ে বাধল বিতর্ক। স্থানীয় সূত্রে দাবি, যে বাড়ি ভাঙা হয়, সেখানে ৪০ বছর ধরে চলছিল একটি স্কুল। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন পড়ুয়া পড়াশোনা করত। স্কুল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে পথে নামে তৃণমূল। প্রতিবাদে আসানসোলে ডিআরএম অফিসের (Asansol DRM Office) সামনে চলে বিক্ষোভ।
রেলের জমিতে নির্মাণ ভাঙা নিয়ে বিতর্ক: আসানসোল উত্তর (১) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ব্লক সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, “ছোট ছোট বাচ্চাদের উপর বুলডোজার চালানো হল। মানে বাচ্চাদের উপর আক্রমণ করতে মোদি ছাড়ছে না। আরও যেসব স্কুল যাতে ফের চালু করা যায় তাতে ডিআরএমকে করতে হবে।’’ অনুমোদন ছাড়া চালানোর অভিযোগে, ইতিমধ্যে আসানসোলে তিনটি স্কুল বন্ধের নোটিস দিয়েছে রেল। এই প্রেক্ষাপটে রেলের জমিতে নির্মাণ ভাঙা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেল। রেল সূত্রে জানা গেছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাঙা হয় নির্মাণ। স্কুল নয়, ভাঙা হয় কোয়ার্টার। পূর্ব রেলের (Eastern Railway) আসানসোল ডিভিশনের (Asansol Division) জনসংযোগ (Public Relations) আধিকারিক সুবলচন্দ্র মণ্ডল বলেন, “স্কুল নয়, কোয়ার্টার ছিল, এত খারাপ অবস্থায় ছিল যে মেরামতের অবস্থা ছিল না। সেই জন্য রেল প্রশাসন কোয়ার্টার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’’
আরও পড়ুন: College Service Commission: কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কত দিন পর্যন্ত করা যাবে আবেদন?