মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। আর তারপরই দেখা মিলল বিরল ছবির। কুনুর নদীতে বিশাল জায়গা জুড়ে ফেনার পাহাড়। বিরল দৃশ্য দেখতে মানুষের ভিড় দুর্গাপুরে। মনে করা হচ্ছে, আশেপাশের বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা থেকে বর্জ্য মিশছে জলে। তাতেই এই অবস্থা। খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েতের।
দেখা মিলল বিরল ছবির: বৃষ্টি হতেই জল বেড়েছে কুনুরে। আর সেই জলেই দেখা যাচ্ছে ফেনা। দেখে মনে হচ্ছে কুনুর নদী এখন ফেনার পাহাড়। এমনই দৃশ্য দেখা গেল দুর্গাপুরের বিজড়া থেকে ধবনি যাওয়ার রাস্তার মাঝে কুনুর নদীতে। বৃহস্পতিবার বিকেলে প্রথমে বেশ কয়েকজন এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে স্থানীয়রাও ভিড় জমান। স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত কুণ্ডুর দাবি, দুর্গাপুর ফরিদপুর ব্লকের কুনুর নদীর পাশেই বেসরকারি মিথেন গ্যাস উত্তোলককারী সংস্থা। সেই সংস্থার বর্জ্য মিশ্রিত দূষিত জল কুনুর নদীতে পড়ছে। তা থেকেই কুনুর নদী দূষণের গ্রাসে পড়ছে। তবে এই রকম ফেনার রূপ আগে কখনও দেখা যায়নি। এই ফেনা দেখেই বোঝা যাচ্ছে জল কতটা দূষিত হয়েছে। এই জল চাষের জমিতে পড়লে যেমন ক্ষতি হবে তেমনই মাছও বাঁচতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয়দের একাংশ। এ বিষয়ে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীতারাম রুইদাস জানান,"এই ধরনের দৃশ্য আগে কোনদিন দেখা যায়নি। আমরা ইতিমধ্যেই ব্লক প্রশাসনের আধিকারিকদের বিষয়টি জানিয়েছি। জল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তারপরেই আসল কারণ বোঝা যাবে।"
গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে চলছে দুর্যোগ। তুলনায় কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টিতে প্লাবনের আশঙ্কা উত্তরবঙ্গে। ভিজছে দক্ষিণও। আজ ও কাল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। শনিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও ২ বর্ধমানেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বুধবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আবহাওয়া দফতর। অন্যদিকে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।