মনোজ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর: বিয়েবাড়ি থেকে ফেরার পথে, পাণ্ডবেশ্বরের (Pandaveswar) খোট্টাডিহিতে দুর্ঘটনা। এক মহিলা ও চালক-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৭ জন। ভোর ৪টে নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে (National Highway) পাণ্ডবেশ্বরের ভাটা মোড়ে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত ও আহতরা পশ্চিম বর্ধমানের (West Burdwan) চিত্তরঞ্জনের বাসিন্দা। বীরভূমের (Birbhum) সিউড়ি (Suri) থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা অথবা চলন্ত গাড়ির পিছনে ধাক্কা মারেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক।


স্থানীয় সূত্রে খবর রবিবার ভোররাতে ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি সংলগ্ন ভাটা মোড়ে ঘটে এই দুর্ঘটনা। ভোররাতে ফাঁকা সড়কে দুর্ঘটনাটি ঘটায় কীভাবে সেটি ঘটল বিষয়টি পরিষ্কার নয়। জানা গিয়েছে, আহত ও নিহত সকলের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন এলাকার। বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বীরভূমের সিউড়ি থেকে গাড়ি করে তাঁরা ফিরছিলেন। খোট্টাডিহির ভাটা মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। উদ্ধার করে আহতদের নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানেই দুজন যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে আনা হয় থানায়। 


এদিকে কলকাতার পর এবার হাওড়াতেও বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু। সকাল ৭টা নাগাদ সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে পথচারীকে ধাক্কা মারে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। গোটা ঘটনা সিসি ক্যামেরাবন্দি হয়। অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। রবিবারের সকালে বাজার থেকে মাংস কিনে ফেরার পথে, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। দুর্ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার আমতার খেজুরতলায় উত্তেজনা। একাধিক ডাম্পার ভাঙচুর। সকাল সোয়া ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন স্থানীয়রা। উলুবেড়িয়া-আমতা রোড অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। ডাম্পার চালক পলাতক। 


আরও পড়ুন: North 24 Paraganas News: রণক্ষেত্র ভাটপাড়া, তৃণমূল –বিজেপি সংঘর্ষ, অর্জুন সিংহর সঙ্গে ধস্তাধস্তি