মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : একাধিক দাবিতে পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। দাবি না মিটলে পুজোর আগেই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও সরকার যা-ই দেয় তাই দেওয়া হয়, এর বেশি দেওয়া সম্ভব নয় বলে সাফাই দিয়েছেন মেয়র।
দুর্গাপুর নগর নিগমে ৪৩টি ওয়ার্ডে প্রায় ১৮০০ অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। অভিযোগ, সরকার নির্ধারিত ৩৪২ টাকা করে তাঁরা পাচ্ছেন না। পাচ্ছেন মাত্র ১৪৪ টাকা। যে টাকায় আর সংসার চলছে না তাঁদের। এছাড়াও মিলছে না সরকারি অনেক সুযোগ সুবিধা।
গত ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই দাবিগুলির সমর্থনে তাঁরা শহর জুড়ে কর্মবিরতি শুরু করেছিলেন। কিন্তু মেয়রের আশ্বাসে সেই কর্মবিরতি তাঁরা তুলে নিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার এই দাবিতে দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন নগর নিগমের সাফাই কর্মীরা। যতক্ষণ না তাঁদের দাবি মিটছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আন্দোলনকারীরা জানিয়ে দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি সমস্যা না মেটে, ১৭ দফা দাবির মীমাংসা না হয় তাহলে ফের ৪৩টি ওয়ার্ডেই তাঁরা পুজোর আগে মহালয়ার পরের দিন থেকে কর্মবিরতি আন্দোলন শুরু করে দেবেন।
এদিকে দাবি আদায়ের এই আন্দোলনকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্তি। বলেন, তিনি সরকারের কাছ থেকে যে টাকা পান সেটাই সাফাই কর্মীদের দিয়ে দেন। এর চেয়ে বেশি কিছু করার দায় দায়িত্ব কোনওটাই বর্তায় না তাঁদের ওপর।
গোটা ঘটনায় এখন শহর দুর্গাপুরের সাফাই কর্মসূচি বেশ ব্যাহত হবে বলে মনে করা হচ্ছে, বিশেষত পুজোর আগে সাফাই কর্মীরা কর্মবিরতি আন্দোলন শুরু করে দিলে পরিস্থিতি যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না ।