মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি ঢুকে পড়ল দোকানে। দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসার আড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে একটি ছোট  গাড়িতে করে দুই মহিলা মুচিপাড়া থেকে আড়া এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি পথচারীকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়িতে ধাক্কা মারার পর রাস্তার ধারে একটি দোকানে  ঢুকে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক পথচারী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে অন্যত্র সরিয়ে গাড়িতে থাকা দুই মহিলাকে আটক করে নিয়ে যায়। তবে সাত সকালে ঘটা এই দুর্ঘটনার সময় দোকানে কেউ না থাকার জন্য  বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে।


এদিকে, শহরের অন্য একটি ঘটনায়, জামুড়িয়ার সাতগ্রামে ইসিএলের খনিতে কয়লার চাঁই ধসে মৃত্যু হল এক শ্রমিকের। আহত আরও ২ জন শ্রমিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ইসিএলের সাতগ্রাম ইনক্লাইন খনিতে কাজ করার সময় কয়লার চাঁই ধসে মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের সওদাগর ভুঁইয়ার। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ইসিএলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান খনি শ্রমিকরা। ইসিএলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


বিশ্বকর্মা পুজোর দিন একাধিক দুর্ঘটনা শহরে


শনিবার সকালে নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকায়, গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে এই দুর্ঘটনা ঘটে। সকাল ১০টা নাগাদ গড়িয়া স্টেশন (Garia Station) থেকে খেয়াদা যাওয়ার পথে দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি মিনিডোর। তাতেই পর পর দু'টি সাইকেল, দু'টি মোটর সাইকেল এবং একটি স্কুটারে ধাক্কা মারে মিনিডোরটি। তাতেই চার জন জখম হন। হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।


মিনিডোরটির চালকের আসনে ছিল এক নাবালক। তাকে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া গাড়ি চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশি নজরদারির অভাব রয়েছে বলে তাঁদের অভিযোগ। ওই নাবালক মিনিডোর নিয়ে বেরিয়েছিল কেন, কার নির্দেশে বেরিয়েছিল, কোথায় যাচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।