মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : রাস্তার বেহাল অবস্থায় দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। আর সেই বেহাল রাস্তা সংস্কার করা নিয়েই একে অপরের বিরুদ্ধে দায় চাপাল তৃণমূল ও বিজেপি। রাজনৈতিক তরজার মাঝে নিত্যদিনের ভোগান্তিতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।


জানা যাচ্ছে, কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে ভালুককোন্দা, সারেঙ্গা, পরডিহা-সহ আরও বেশ কয়েকটা গ্রাম। আদিবাসী গ্রামগুলির বাসিন্দারা অন্যের জমিতে চাষ করে কোনওক্রমে দিনযাপন করেন। দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষগুলোর জীবনে এমনিতেই নিদারুণ সমস্যা। ভালুককোন্দা থেকে গোপালপুর যাওয়ার রাস্তার মধ্যে প্রায় আট কিলোমিটার রাস্তাও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা বেশ কয়েকবার রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলনও করেছেন। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যাচ্ছে, কিছুদিন আগেই গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সামনে আদিবাসীদের আন্দোলনের ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই সময় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু মিথ্যে প্রতিশ্রুতির বোনা জালে তাঁদের জীবন এখনও জড়িয়ে রয়েছে বলে অভিযোগ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। 


তাঁরা আরও অভিযোগ জানাচ্ছেন যে, ভোটের সময় হলেই এলাকার নেতারা রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট পেরিয়ে গেলেই তাঁদের আর কারও দেখা পাওয়া যায় না। এতদিনেও কোনওরকম সংস্কার তো হয়নি। উল্টে রোজ রোজ আরও বেহাল হচ্ছে রাস্তা। ফলে রোজই দুর্ঘটনা ঘটছে। শুধু তাই নয়, এলাকায় কারও শরীর খারাপ হলেও রাস্তার বেহাল অবস্থার জন্য কোনও গাড়ি আসতে চায় না। ভয়াবহ এই পরিস্থিতির ফলে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চিকিৎসার অভাবে বেঘোরে প্রাণও যাচ্ছে এলাকাবাসীর। বারবার বিষয়টা নিয়ে পঞ্চায়েতে এবং এলাকার নেতাদের জানানোর পরও কোনও সুরাহা মেলেনি। 


রাস্তা সারাইয়ের প্রসঙ্গকে হাতিয়ার করে এলাকায় বিজেপি-তৃণমূল দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, রাস্তায় সংস্কারের দায় বিজেপির বলে দায়মুক্ত হওয়ার চেষ্টা করছেন পঞ্চায়েত সমিতির সদস্য। পাশাপাশি এলাকার বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছেন যে, বারবার পঞ্চায়েতকে রাস্তা সারাইয়ের ব্যাপারে জানানোর পরও হচ্ছে হবে করে কাজ ফেলে রেখেছে। এলাকার মানুষের সমস্যা হচ্ছে। কিন্তু নিজেদের দ্বন্দ্ব বিজেপির ঘাড়ে চাপিয়ে দায়মুক্ত হতে চাইছে তৃণমূল। বিজেপির পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি রমন শর্মারও একই অভিযোগ। তৃণমূল-বিজেপির এই দড়ি টানাটানিতে এলাকাবাসীদের সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। বেহাল রাস্তা দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করছেন কয়েক হাজার গ্রামবাসী। তাঁরাও হুঁশিয়ারি দিয়েছেন যে, এবার রাস্তা সংস্কার না হলে তাঁরা ভয়ঙ্কর আন্দোলনে নামবেন বলে।