সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : জেলা নেতৃত্বের অফিসিয়াল ফেসবুক পেজ (Facebook Page)। যেখানে এতদিন প্রচারের পাশাপাশি, দলের বিভিন্ন কর্মসূচির বিষয় তুলে ধরা হত, পঞ্চায়েত ভোটের আগে, তা আরও জোরদার করার পরিকল্পনাও ছিল। কিন্তু গত ১৩ এপ্রিল থেকে দলের তরফে কেউ কোন পোস্ট করতে পারছেন না এই ফেসবুক পেজে । উল্টে পোস্ট হয়ে যাচ্ছে ভিডিও গেম ! এসব দেখেই, দলের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক (Facebook Account Hacked) হয়েছে বলে অভিযোগ তুলেছে, পশ্চিম মেদিনীপুরের জেলা সিপিএম নেতৃত্ব (West Medinipore CPM)। মেদিনীপুরের সাইবার ক্রাইম থানায় (Medinipore Cyber Crime Police Station) লিখিত অভিযোগও জানানো হয়েছে দলের তরফে।


সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হওয়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সিপিএমের সোশ্যাল মিডিয়া সেলের কনভেনার মেঘনাদ ভুইঁয়া ও দলের বক্তব্য, এর আগেও এসএফআই-এর ৩ টি পেজ এইভাবে হ্যাক করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে তাদের প্রচার ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ। এর পিছনে থাকতে পারে রাজনৈতিক কারণও, ইঙ্গিত সিপিএমের। পঞ্চায়েত ভোটের মুখে ফেসবুক পেজ হ্যাক হওয়ায়, সিপিএমের জেলা নেতৃত্ব যখন বেশ সমস্যায় পড়েছে, তখন অন্যদিক থেকে আবার এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি।                  


তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেছেন, 'সিপিএমকে যেমন বাংলার মানুষ চাইছে না, আমার মনে হচ্ছে সিপিএমকে ফেসবুক কোম্পানিও পছন্দ করছে না। কারণ সিপিএম মানেই গণহত্যা, সিপিএম মানেই রক্ত, সিপিএম মানেই ঘর লুট'। এদিকে, বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি বলেছেন, 'সিপিএমকে বাংলার মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। সিপিএম ফেসবুকে বেঁচে ছিল। এখন ফেসবুকও সিপিএমকে পছন্দ করছে না। এটাতে আর কি বলা যাবে?'                                    


অভিযোগ, জেলা CPM-এর ফেসবুক অ্যাকাউন্টের আগে, তাদের ছাত্র সংগঠন SFI-এর জেলা নেতৃত্ব। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিট এবং SFI-এর মেদিনীপুর কলেজ ইউনিটের ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক হয়েছে। ৯ এপ্রিল থেকে অকেজো রয়েছে সেই পেজগুলি। SFI-এর তরফেও পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- জোটেনি অ্যাম্বুল্যান্সের টাকা, ট্রেনে রোগীকে নিয়ে যাওয়ার পথে স্টেশনেই মৃত্যু, ভাতারে ফিরল জলপাইগুড়ির মর্মান্তিক ঘটনা