বিশ্বজিৎ দাস, খড়্গপুর : মেধাবি ছাত্র। পড়াশোনায় যেমন তুখোর, তেমনই সামনে উজ্জ্বল কেরিয়ার। আইআইটি খড়্গপুরে (IIT Kharagpore) কি্ছুদিন আগেই ক্যাম্পাসিংয়ে পেয়েছেন গুগলে (Google) বার্ষিক প্রায় ২ কোটি টাকা বেতনের চোখধাঁধানো বেতনের চাকরি। কিন্তু মুহূর্তের অসতর্কতায় আপাতত অত্যন্ত জটিল শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছে। কিছুটা অপেক্ষার বদলে নামতে গিয়েছিলেন চলন্ত ট্রেন থেকে। আর তাতেই ঘটে গিয়েছে মারাত্মক পরিস্থিতি। পায়ে পেয়েছেন মারাত্মক চোট। অবস্থা এতটাই ঘোরালো, যে তরুণের একটি পা বাদ যাওয়ার উপক্রম। আপাতত যাতে ছাত্রের পা রক্ষা পায়, সেজন্য খড়্গপুর থেকে তাঁকে চিকিৎসার জন্য আনা হয়েছে কলকাতায়।


কীভাবে দুর্ঘটনা


পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে গতকাল দুপুরে ঘটে মারাত্মক দুর্ঘটনাটি। জিআরপি সূত্রে খবর, খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল বর্ষের ছাত্র অরিত্র সেন চলন্ত হাওড়া-ঘাটশিলা ট্রেন থেকে নামতে গিয়ে খড়গপুর স্টেশনে (Kharagpore Station) দুর্ঘটনার মুখে পড়ে। তাড়াহুড়ো করে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শরীরের ভারসাম্য রাখতে না পেরে গোড়ালিতে প্রচণ্ড জোর ধাক্কা খান ওই ছাত্র। প্ল্যাটফর্মে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। দুর্ঘটনাটি নজরে আসতেই দ্রুত সেখানে ছুটে আসে খড়্গপুর স্টেশনে কর্তব্যরত জিআরপি (GRP)।


বাদ যেতে পারে পা


দুর্ঘটনার পরই জিআরপি তৎপরতায় আহত ছাত্রকে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা বেগতিক বুঝে আইআইটি কর্তৃপক্ষ তাদের আইআইটি বি.সি রায় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায় যার পরে। যদিও তাতেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। মেধাবি ছাত্রের পা বাদ দিতে হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেন চিকিৎসকরা। পরে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কলকাতায়।


দুর্ঘটনার কথা স্বীকার করে খড়গপুর আইআইটির রেজিস্টার তমাল নাথ জানান, আইআইটির এক পড়ুয়া দুর্ঘটনার কবলে পড়েছে খড়গপুর স্টেশনে। দুর্ঘটনায় তাঁর পায়ে আঘাত লেগেছে। তাকে আইআইটির হাসপাতালে চিকিৎসা করার পর কলকাতার একটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে ।


আশঙ্কার মুখে ঝকঝকে কেরিয়ার 


কিছুদিন আগেই আইআইটির ক্যাম্পাসিং গুগলে বছরে এক কোটি ৭২ লক্ষ টাকার চাকরি পেয়েছেন আহত আইআইটি খড়্গপুরের ছাত্র। আর কয়েকমাসের মধ্যে তাঁর সেই কাজে যোগ দেওয়ারও কথা ছিল। কিন্তু মুহূর্তের ভুলে মারাত্মক দুর্ঘটনার জেরে আপাতত অনিশ্চয়তার মুখে সোনালি ভবিষ্যৎ।


আরও পড়ুন- ব্রেক না দিয়ে নেমে পড়েছিলেন চালক! বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছেলের, আহত বাবা