বিশ্বজিৎ দাস, খড়গপুর : কথা কাটাকাটি, বচসা, হাতাহাতির মাঝেই অনভিপ্রেত ঘটনা। রক্তারক্তি অবস্থা। ঝামেলার মাঝেই হাতের কাঁচি এক পান ব্যবসায়ীর পেটে ঢুকিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল সেলুন ব্যবসায়ীর বিরুদ্ধে। যন্ত্রণায় কাতরাতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ব্যবসায়ীকে। যার পর গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। আটক করা হয়েছে অভিযুক্ত সেলিন দোকানের মালিককে। এহেন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে (Kharagpur)।
পুরনো শত্রুতা না রাগের বশে ঘটনা !
খড়গপুর শহরে পাশাপাশি দোকান। কথা কাটাকাটি থেকে দুই ব্যবসায়ীর মধ্যে হাতাহাতি। পান ব্যবসায়ীর পেটে ধারাল কাঁচি ঢুকিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল সেলুন মালিকের বিরুদ্ধে । অভিযুক্তকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ (Kharagpur town police station)। গতকাল রাতে জনবহুল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ব্যবসায়ী বিজয়কুমার শঙ্করের ওপর কাঁচি নিয়ে হামলা চালায় সেলুন মালিক বান্টি ঠাকুর। পুরনো শত্রুতা, নাকি রাগের বশে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।
কয়েক মাস আগে হাওড়া স্টেশনের কাছে একই রকম ঘটনা ঘটেছিল। সেবার মৃত্যু হয়েছিল এক ব্যবসায়ীর। মাল তোলা-নামানোর মাঝে পয়সা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল। যা থেকে কথা কাটাকাটির পর এক ব্যবসায়ীর বুকে ছুরি বসিয়ে দিয়েছিলেন এক মুটে। বড়বাজারের ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল ভিনরাজ্য থেকে এখানে কাজ করতে আসা সেই মুটে।
ধার না শোধে বন্ধুকে কোপ
সপ্তাহ দুয়েক আগেই নরেন্দ্রপুরের অর্জুন পার্কে মদের আসরে বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল। ১০০ টাকা ধার শোধ করা নিয়ে বিবাদের জেরে হামলা বলে পুলিশের অনুমান। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অর্জুন পার্কের ভেড়ি লাগোয়া নির্জন জায়গায় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম সাধন ব্যাপারী। পুলিশ সূত্রে খবর, বন্ধু বাপির কাছ থেকে সাধনের ১০০ টাকা ফেরত চাওয়া নিয়ে মদের আসরে বচসার সূত্রপাত। অভিযোগ, বচসার মাঝেই ছুরি নিয়ে সাধনের ওপর ঝাঁপিয়ে পড়ে আরেক বন্ধু সঞ্জীব চট্টোপাধ্যায়। গলা ও পেটে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় নিজেই পূর্ব যাদবপুর থানায় যান আক্রান্ত ব্যক্তি। পরে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।