অলোক সাঁতরা, নান্নুরচক (পশ্চিম মেদিনীপুর) : হাতুড়ি শাবল দিয়ে ভাঙা হল বাড়ির একাংশ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঘরের জিনিসপত্র। দাঁড়িয়ে থেকে বাড়ি ভাঙার কাজ তদারকি করলেন খোদ পুরসভার চেয়ারম্যান। মেদিনীপুর পুরসভার (medinipur municipality) নান্নুরচক এলাকায় পুরসভার পানীয় জলের প্রকল্পের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ। যদিও বাড়ির মালিকের দাবি, বৈধ কাগজ থাকা সত্ত্বেও কিছু না জানিয়েই বাড়ি ভেঙছে পুরসভা।


কী অভিযোগ স্থানীয়দের


স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, এখানে প্রায় ১২ বছর বসবাস করছি। আমার অনেক কাগজপত্র রয়েছে। পুরসভার দাবি ভিত্তিহীন বলে কোর্টে মামলাও চলছে। কিন্তু আজ হঠাৎ পুরসভার লোকজন কোনও নোটিস ছাড়াই বাড়িগুলো ভাঙতে শুরু করে দিয়েছে। এটা অন্যায়। আর একজনের অভিযোগ, বাড়ির বাইরে ফাঁকা জায়গায় একটা ভিত করেছিলাম। পুরসভা সেটা ভেঙে দিচ্ছে। আমরা এটার বিরুদ্ধে কোর্টে যাব।


অভিযোগ অস্বীকার পুরসভার


যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভা। পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেছেন, পানীয় জলের মাস্টারপ্ল্যানের জন্য পুরসভার কেনা জমি। আমরা সেই জমিতে যারা ছিলেন তাদের সরে যেতে বলেছি। সকলেই সরে গিয়েছে। কারও বাড়ি ভাঙা হচ্ছে না।


দু’একদিনের মধ্যেই এলাকার সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে বলে, পুরসভা সূত্রে খবর।


এদিকে, তীব্র গরমের পর শনিবার সন্ধ্যেতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আছড়ে পড়ে কালবৈশাখী। আর এই ঝড়ের দাপটে ভেঙে পড়ে জাতীয় সড়ক সহ রাজ্য সড়কের লোকেশন মার্কিং লোহার তোরণ। জানা যাচ্ছে, খড়গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায় তোরণ ভেঙে তার নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক বাইক চালকের। ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়ক। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুপ হুই। বছর বত্রিশের এই যুবকের মৃত্যুর ঘটনার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়কে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভেঙে পড়া তোরণ সরিয়ে দেয় । পাশাপাশি যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।


আরও পড়ুন-রায়মঙ্গলে নৌকাডুবি, শিয়ালদা দক্ষিণে ট্রেন চলাচলে বিঘ্ন, ঝড়ের তাণ্ডবে ৪ জনের মৃত্যু