অলোক সাঁতরা, বেনাপুর (পশ্চিম মেদিনীপুর) : দোকানে মাস্ক ও স্যানিটাইজার নিতে আসার নাম করে ঢুকে ডাকাতি চার দুষ্কৃতীর । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর গ্রামীণ থানার অন্তর্গত বেনাপুর এলাকায়।
গতকাল রাত ১০ টা ১৫ মিনিট নাগাদ স্থানীয় ব্যবসায়ী সুবল দাসের বাড়িতে দুই দুষ্কৃতী ঢুকে প্রথমে মাস্ক ও স্যানিটাইজার চায়। সুবল দাসের ছেলে যখন মাস্ক ও স্যানিটাইজার দিতে যায় তখনই জোর করে শাটার নামিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। পিছন থেকে আরও দু'জন এসে ঢুকে পড়ে তাদের বাড়িতে । বাড়ির ভিতরে ঢুকে তাদের মারধর করে প্রায় সাত লক্ষ টাকা নগদ ও ১১ ভরি সোনা লুঠ করে নিয়ে যায় ডাকাতি দল। এমনই দাবি করা হয়েছে তাঁদের তরফে।
এদিকে ঘটনার জেরে সুবল দাস ও তাঁর ছেলে আহত হয়েছেন। ব্যবসায়ী সুবলবাবু-কে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে ডাকাত দল। পালানোর সময় বাড়িতে থাকা সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে চলে যায় তারা। কেড়ে নেওয়া হয় মোবাইল। যার মধ্যে একটি মোবাইল পাওয়া যায় বেনাপুরের কাছে, অন্য একটি মোবাইলের সন্ধান চালাচ্ছে তারা । গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। এই ঘটনার জেরে কার্যত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।
আরও পড়ুন ; আসানসোলে দুঃসাহসিক ডাকাতি, বিপনন সংস্থা থেকে লুঠ দু’লক্ষাধিক টাকা
চলতি মাসেই আসানসোল উত্তর থানার উত্তর কন্যাপুরে একটি অনলাইন বিপণন সংস্থার দফতরে ডাকাতির ঘটনা ঘটে। সংস্থার কর্মীদের অভিযোগ, রাত পৌনে ন’টার সময় তিনজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের দফতরে ঢুকে পড়ে। তাদের মধ্যে দু’জনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র এবং একজনের হাতে ছিলো ভোজালি। দফতরে ঢুকেই তারা কর্মীদের মারধর করে নগদ দু’লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে চলে যায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনাস্থলে যান ডি সি ওয়েস্ট অভিষেক মোদিও। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে।