সোমনাথ দাস, ঘাটাল: দুই মেদিনীপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমলেও জল যন্ত্রণার ছবি সর্বত্র। আর বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে ঘাটালবাসীর। এখনও বদল হল না সেই ছবির। বন্যা কবলিত এলাকায় এবার স্পিড বোটের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শিশু ও অন্তঃসত্ত্বাদের। 


রাজ্যের বিভিন্ন জেলায় উদ্বেগ বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি। সেই তালিকায় রয়েছে ঘাটালও। চিকিৎসার জন্য নবজাতক শিশু ও গর্ভবতী মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হয় ঘাটাল হাসপাতালে। এদিন প্রায় ৫ কিলোমিটার স্পিড বোটের মাধ্যমে হাসাপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সিভিল ডিফেন্স ও ঘাটাল থানার পুলিশ কর্মীরা বন্যা কবলিত এলাকার মানুষকে এই ভাবেই বেশ কয়েকদিন ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি প্লাবিত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। শুকনো খাবার, ত্রিপল, ত্রাণ কিট সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিতরণ করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। 


ডিভিসির ছাড়া জলে দুই মেদিনীপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কংসাবতীর বাঁধ ভেঙেছে। জল বইছে জাতীয় সড়কের ওপর দিয়ে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আগামী দিনে কী খাবেন, তা নিয়ে আশঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পাঁশকুড়া স্টেশন, বিডিও অফিস-সহ শহরের ১৮টি ওয়ার্ডই জলমগ্ন। ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও হু-হু করে জল ঢুকতে শুরু করেছে। দেখা দিয়েছে খাবার জলের সমস্যা। পরিস্থিতি মোবাবিলায় নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF। বানভাসী বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে উঁচু জায়গায়।


এদিন ঘাটালের পথে মানুড় গ্রামে সুকান্ত মজুমদারের কনভয়ের একাংশ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। সুকান্ত মজুমদারের দাবি, তাঁকে তৃণমূল নেতা ভেবে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তিনি বলেন, "স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখাচ্ছিল। তাঁরা বলছিল যে তৃণমূল নেতারা কোথায়? আমার কাছে তাঁরা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে? তাঁরা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে। দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তাঁরা হাতে চ্যালা কাঠ নিয়ে অপেক্ষা করছে। ওরা ভেবেছে যে তৃণমূলের কোনও নেতা এসেছে। কালকে আমরা চাল, ডাল ও জল ওই এলাকায় পৌঁছে দেব।মুখ্যমন্ত্রী ও তাঁর দলের লোকেদের এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁরা গুমনামী বাবা হয়ে গেছে এমন অবস্থা।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: West Bengal Hospital Security: হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের, কী নির্দেশ?