অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি এবং পথচলতি মানুষদের ধাক্কা মারল এক মারুতি গাড়ি।  ঘটনায় আহত একাধিক জন। যার মধ্যে একজন মহিলা এবং একজন শিশু রয়েছে বলে জানা গেছে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদা থানার খাকুড়দা এলাকায়।


কীভাবে ঘটল দুর্ঘটনা?


সূত্রের খবর, পথচলতি একটি মারুতি গাড়ি খাকুড়দার দিক থেকে বেলদার দিকে যাওয়ার সময় খাকুড়দা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িসহ পথচলতি মানুষদের ধাক্কা মারে। ঘটনায় আহত হয় একাধিকজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয়রা বেলদা গ্রামীণ হসপিটালে  চিকিৎসার জন্য নিয়ে যায়। এর মধ্যে কিছু জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল হসপিটালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার ফলে উত্তেজনার পরিবেশ তৈরি হয় এলাকায়। বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় বেলদা খাকুড়দাগামী রাজ্য সড়কের খাকুড়দাতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে যান্ত্রিক ত্রুটি, না কি চালক মদ্যপ অবস্থায় ছিল সেই নিয়ে উঠছে নানা প্রশ্নচিহ্ন। তবে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।


আসানসোল উপনির্বাচনে দফায় দফায় উত্তেজনা


আসানসোল উপনির্বাচন (Asansol Bypoll) ঘিরে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। এবার বারাবনির ১৭৫ নম্বর বুথে ধুন্ধুমার বাধল। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) গাড়ি ভাঙচুর করা হয়। পাথরবৃষ্টির পাশাপাশি গাড়িতে লাঠির বাড়িও মারা হয়। রক্তাক্ত অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষী। 


এদিন ওই বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। এরপরই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে ধাক্কাধাক্কি করা হয়। পুলিশের সামনেই তৃণমূল হামলা চালিয়েছে বলে দাবি বিজেপি প্রার্থীর। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, অগ্নিমিত্রার সঙ্গে যিনি এসেছিলেন, তিনি গুন্ডা।


এর আগে আসানসোল লোকসভা কেন্দ্রের ২৪১ নম্বর বুথে পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁর। এরপর বুথের বাইরে জড়ো হওয়া লোকজনকে ধাওয়া করেন বিজেপি প্রার্থী।