অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: করোনা (Coronavirus) সংক্রমণে রাশ টানতে একাধিক জেলায় একের পর এক মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) ঘোষণা করছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলা প্রশাসন মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করার পর আজ সকাল থেকে সেই সমস্ত এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছু ফ্লেক্স লাগানো হয়। যে সকল ব্যক্তিদের বাড়ির গেটে এই ফ্লেক্স লাগানো হয়েছে তাঁরা যাতে কেউ বাইরে না বের হন সেই নিয়ে সচেতন করা হয়।
যেসকল বাড়ির মানুষদের আপাতত বাইরে বেরনো বন্ধ তাঁদের সবরকম সহায়তা করছে পুলিশ। তাঁদের সমস্ত রকম প্রয়োজনের জন্য একটি মোবাইল নম্বর পুলিশের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। ওই নম্বরে ফোন করে সমস্যা কথা জানাতে হবে । আজ সকালে রবীন্দ্রনগর এলাকায় মাইক্রো কনটেনমেন্ট লেখা ফ্লেক্স লাগানো হয়েছে বেলদা থানা পক্ষ থেকে। ৭ দিন ওই এলাকা কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত থাকবে। সবং বাজার এলাকার একটি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। করোনা সংক্রমণ যাতে ছড়াতে না পারে তার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন বেলদা, সবং ও ডেবরায় তিনটি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে।
আরও পড়ুন: West Bengal Weather: শীতের দাপট উধাও, আজও রাজ্যের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা ফের কমবে কবে?
অন্যদিকে উত্তর ২৪ পরগনায় (North 24 Paraganas) বেলাগাম করোনা সংক্রমণের (Coronavirus) শৃঙ্খল ভাঙতে, সপ্তাহের নির্দিষ্ট কয়েকটা দিন বাজার বন্ধ রাখাতেই জোর দিচ্ছে প্রশাসন (CovidRestriction)। সেইমতো চলছে পুলিশি নজরদারি। মাস্ক না পরে বাইরে বেরোলে চলছে ধরপাকড়।
করোনা সংক্রমণ মোকাবিলায় উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে আরও কিছু এলাকায় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। অশোকনগর-কল্যাণগড় পুর এলাকায় সপ্তাহে দু’দিন, শুক্র ও শনি বাজার বন্ধ থাকবে বলে পুরসভা সূত্রে খবর। ৩১ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা চলবে। গতকাল ২৪ টি বাজার কমিটির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। হাবরা পুর এলাকায় ১১১ জন করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে শুক্রবার হাবরায় সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার জয়গাছির বস্ত্রহাটও বন্ধ থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।