বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সমবায় নির্বাচনে বিজেপির (BJP) সঙ্গে জোট করায় মাশুল। তমলুকের ৬ সিপিএম নেতাকে বহিষ্কার এবং দুই নেতাকে শোকজ করল সিপিএম (CPM)। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলকে রুখতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর সমবায় সমিতির নির্বাচনে বাম বিজেপি জোটে সাফল্যের পর জেলায় আরও কয়েকটি সমবায় সমিতির  নির্বাচনে বাম-বিজেপি জোট করে লড়াই করে। কিন্তু সেই জোট মুখ থুবড়ে পড়ে মহিষাদলের কেশবপুর  সমবায় সমিতির নির্বাচনে। তবে জেলার বিভিন্ন প্রান্তে নিচুতলায় এই জোট নিয়ে যথেষ্ট অস্বস্তিতে বাম শিবির।


এবার পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরা সমবায় সমিতির নির্বাচনের জোট করার ফলে সিপিএম জেলা নেতৃত্ব ৬ জন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪ ডিসেম্বর রয়েছে তমলুক খারুই গঠরা সমবায় সমিতি নির্বাচন। এই নির্বাচনে বাম ও বিজেপি একটি মঞ্চ তৈরি করে একত্রিত হয়ে লড়াই করছে। সূত্রের খবর, ৪৩ টি আসনের মধ্যে ২৭ টি আসনে লড়ছেন বিজেপি ও ১৬ টি আসনে লড়ছে সিপিএম। তৃণমূল দিয়েছে ৪৩ টি আসনেই প্রার্থী। নির্বাচনের আগে একসাথে সিপিএম এবং বিজেপি জোট বেধে মনোনয়নপত্র জমাও দেয়। এমনকি গত ২০ নভেম্বর খারুই- গাঠরা সমবায় বাঁচাও মঞ্চের ব্যানারে একসঙ্গে মিছিলে পা মেলায় বাম বিজেপি নেতারা। আর এই প্রেক্ষাপটে  সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি ৬ সিপিএম নেতাকে দল থেকে  বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তারা হলেন শুভাশিস মল্লিক -এরিয়া কমিটির সদস্য কাঁকট্যা, নিমাই বেরা-শাখা সম্পাদক গঠরা, তপন চক্রবর্তী -শাখা সম্পাদক খারুই, সুরেন্দ্রনাথ আচার্য-পার্টি সদস্য,রঘুনাথ ভৌমিক-পার্টি সদস্য, দীনেশ মন্ডল-অঞ্চল কনভেনার খারুই। এছাড়া আরও দুই নেতাকে শোকজ করা হয়েছে। তবে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


 আরও পড়ুন, ফের কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধার, শুল্ক দফতরের জালে ২ যাত্রী


 যদিও এই সিদ্ধান্তকে সিপিএমের দলিয় সিদ্ধান্ত হিসেবে দাবি করে বিজেপির বক্তব্য,'সিপিএম ও বিজেপির জোট বলে কিছু নেই। আসলে শাসকদলের বিরুদ্ধে কিছু মানুষজন এগিয়ে এসে জোট করেছে।আর সিপিএম যদি কাউকে বহিষ্কার করে থাকে তবে সেটা তাদের দলের ব্যাপার। তবে সিপিএমের এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমুল। তাদের বক্তব্য, এইসব লোক দেখানি সাসপেন্ড। তলে তলে ওদের সাথে আঁতাত রয়েছে। বিজেপির কাছে ওরা বিক্রি হয়ে গেছে।৪৩ টি আমরা জয়লাভ করব আমরা। দলবিরোধী কাজের জন্য সিপিএমের বহিষ্কার ও শোকজের পাশাপাশি,  দলীয় এই সিদ্ধান্ত লিফলেট আকারে ওই এলাকায় দেওয়া হবে, বলে জানিয়েছেন সিওইএম জেলা নেতৃত্ব। আর এই সিদ্ধান্তের পর ফলাফল কী হয়, আগামী ৪ ডিসেম্বর ভোট গননার পর তা জানা যাবে ।