সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুরঃ রথের মেলায় (Rath Yatra Fair 2022) গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা (Accident) দাসপুর থানা এলাকায় (Daspur Police Station Area)। জানা গিয়েছে, দাসপুর থানার জগন্নাথপুরে (Jagannathpur) চলছিল রথের মেলা।  এই মেলাতে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডারটি আচমকাই ফেঁটে যায়। এই ঘটনার পর একাধিক জন জখম হন। আহতদের দাসপুর হাসপাতালে (Daspur Hospital) নিয়ে যাওয়া হয়েছে। তবে যিনি বেলুন ফোলাচ্ছিলেন, তার অবস্থা একটু খারাপ হওয়াতে তাকে একটি স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। 


আরও পড়ুন, 'প্রতিশ্রুতি রাখেননি মুখ্যমন্ত্রী', ইদে ধর্মতলায় এসএলএসটি চাকরি প্রার্থীদের পাশে বিরোধীরা


দাসপুর থানার জগন্নাথপুরে রথের মেলায় গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা


শনিবার রাতে দাসপুর থানার জগন্নাথপুরে চলছিল রথের মেলা। এই মেলাতে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় আচমকাই সিলিন্ডারটি বিকট আওয়াজ করে ব্লাস্ট করে। আর মুহূর্তেই ঘটনাস্থলে উপস্থিত প্রায় আট জনের মতন জখম হন। কোনও রকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে আহতদের দাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। জানা গিয়েছে, তবে যিনি বেলুন ফোলাচ্ছিলেন, তাঁর শারীরিক অবস্থা একটু খারাপের দিকে যায়। যেহেতু সামনে দাঁড়িয়ে তিনি ওই সিলিন্ডারটি থেকে গ্যাস বেলুন ফোলাচ্ছিলেন, তাই তিনি জখম হন অপেক্ষাকৃত বেশি। এই ঘটনার পরপরই ওই বেলুনওয়ালাকে  একটি স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। শেষ অবধি পাওয়া খবরে, আহতরা এই মুহূর্তে প্রত্যেকেই সুস্থ রয়েছেন।


রথের মেলা চলাকালীন রাজ্যে আরও একাধিক দুর্ঘটনা


তবে রথের মেলা চলাকালীন রাজ্যে আরও একাধিক দুর্ঘটনা ঘটেছে। পূর্ব বর্ধমানে রথ যাত্রার দিনেই অঘটন ঘটে মেমারির রসুলপুরে (Burdwan Memari)। রথের মেলায় ভেঙে পড়ে নাগরদোলা। আহত হন ৪ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটে মেমারির রসুলপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা যায়, নাগরদোলাতে সমস্ত সিটেই আরোহী ছিল। সবে নাগরদোলা ঘুরতে শুরু করে। সেই সময়ই ঘটে বিপত্তি।নাগরদোলা ভেঙে উপর থেকে চারজন নিচে পড়ে গিয়ে জখম হয়। তাঁদের উদ্ধার করে মেমারী গ্রামীন হাসপাতালে নিয়ে ভর্তি করে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। নাগর দোলার মালিক ও অপারেটর দুজনকেই আটক করে পুলিশ।