খড়গপুর, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে দিলীপের (Dilip Ghosh) নেতৃত্বে মিছিলে গরহাজির হিরণ। এদিকে কিছুপরেই খড়গপুরের কৌশল্যা থেকে সেনা জওয়ানের মূর্তি স্থাপনে শুভেন্দুর অনুষ্ঠানে দেখা গেল বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। কিন্তু কেন ? মুখ খুললেন হিরণ-দিলীপ দুজনেই।
দিলীপের নেতৃত্বে মিছিলে গরহাজির হিরণ, শুভেন্দুর অনুষ্ঠানে দেখা গেল তাঁকে
মূলত মঙ্গলবার দুর্নীতির (Corruption) বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ (BJP Agitation) কর্মসূচি পালন করে বিজেপি। আর সেই ইস্যুতেই রাজপথে দিলীপ-সুকান্তরা and Sukanta Majumdar)। পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়গপুর সদরে বিশাল বড় ব্যানার হাতে মিছিল করে এগিয়ে চলেছেন দিলীপ ঘোষ। ব্যানারে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছবি। আর সঙ্গে লেখা, 'চোরদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো।' তবে এই মিছিলে যোগ দেননি বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এদিকে তার কিছুক্ষণ পরেই খড়গপুরের কৌশল্যা থেকে সেনা জওয়ানের মূর্তি স্থাপনে শুভেন্দুর অনুষ্ঠান সংঘটিত হয়। সেখানে দেখা যায় হিরণকে।
রাজনৈতিক প্রোগামের সঙ্গে অরাজনৈতিক প্রোগামের কোনও সম্পর্ক নেই: হিরণ চট্টোপাধ্যায়
এবিষয়ে হিরণকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই অনুষ্ঠানটা আমাদের আগে থেকে নির্ধারিত ছিল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে আমাদের এখানের জেলা সভাপতি, সবাইকেই ১ মাস আগে থেকে জানানো হয়েছিল । এবং আমাদের দলের তরফ থেকে একটি রাজনৈতিক অনুষ্ঠান ছিল, যেটা দিলীপ বাবুর নের্তৃত্বে হয়েছে। আর এটা অরাজনৈতিক প্রোগাম, বহু আগে থেকে নির্ধারিত ছিল, সেটা হয়েছে। তাই রাজনৈতিক প্রোগামের সঙ্গে অরাজনৈতিক প্রোগামের কোনও সম্পর্ক নেই।'
আরও পড়ুন, 'চোর ধরো, জেলে ভরো', বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে দিলীপ-সুকান্তরা
দিলীপ ঘোষ দুটো গোল খেয়ে আছেন, একটা শুভেন্দু দিয়েছেন, একটা সুকান্ত দিয়েছেন: কুণাল ঘোষ
দিলীপ ঘোষ এই বিষয়ে বলেছেন, 'বিধায়ককে খবর দেওয়া হয়েছে। আমি এমপি হিসেবে, আমাকে সূচনা দেওয়া হয়েছে, তাই আমি উপস্থিত হয়েছি।'এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'দিলীপ ঘোষ দুটো গোল খেয়ে আছেন। একটা শুভেন্দু দিয়েছেন, একটা সুকান্ত দিয়েছেন। দিলীপদা বয়েসে বড়।' বলেই এর পর তিনি বলেন, আগে ঘর সামলাতে, পরে বাংলা নিয়ে ভাবতে।তিনি আরও বলেন,' আগে দল সামলে আসুন দিলীপ বাবু। তৃণমূল বড় ব্যাপার, এসবের মধ্যে ঢুকবেন না।' প্রসঙ্গত, রাজ্য বিজেপির একাধিক ইস্যুতে আগেও দিলীপ-হিরণ ইস্যু প্রকাশ্যে এসেছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে হোর্ডিং ছবি না থাকা নিয়েও দিলীপ-হিরণ দ্বন্দ্ব বিতর্ক তুলেছিল। আর এবার সেই বিতর্কিত ময়দানই এবার আরও একধাপ উসকে গেল।