কলকাতা: কারও পৌষমাস তো কারও সর্বনাশ। চোট পেয়ে জিম্বাবোয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washonton Sundar)। আর তার বদলিই দলে সুযোগ পেয়েছেন বাংলার তরুণ অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তরুণ এই স্পিনার অলরাউন্ডার। আইপিএল ও রঞ্জি ট্রফিতে দুর্দান্ত সাফল্যের পর এবার জাতীয় দলে ডাক মিলেছে। কী বলছেন শাহবাজ? তরুণ অলরাউন্ডার আশাবাদী জাতীয় দলে পারফরম্যান্সের ব্যাপারে।


শাহবাজের প্রতিক্রিয়া


জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় শাহবাজ বলেন, ''আমি টিম ইন্ডিয়ার জন্য মিস্টার ব্যাঙ্কেবল হতে চাই। যাঁরা ক্রিকেট খেলে তাঁরা প্রত্যেকেই ভারতের জার্সি পরতে চায়। ভারতীয় দলে ডাক পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মত। আমি যখনই বাংলার হয়ে খেলেছি তখনই আমার সবটা উজার করে দিয়েছি। বাংলা দল আমাকে বিশ্বাস করেছিল। একটা সুযোগ দিলে আমি আশা করি আমার ব্যাটিং ও বোলিংয়ে আমি ভারতের হয়ে ম্যাচ জিততে পারব। আমি আশা করি দল আমার উপর ভরসা রাখতে পারবে।''


সিএবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহবাজ আরও বলেন, ''অ্যাসোসিয়েশন বিশেষ করে পদাধিকারীরা সবসময় আমার উপর বিশ্বাস রেখেছে। আমার কোচ এবং দলের সহ-খেলোয়াড়রা সবাই আমাকে এই অবস্থানে পৌঁছানোর জন্য অনেক অবদান রেখেছেন। আমি ঋণী তাদের কাছে।''


আইপিএল যে তাঁকে অনেক পরিণত খেলােয়াড় তৈরি করেছে, তা স্বীকার করে নিয়েছেন শাহবাজ।


আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিগত দুই মরসুমে বেশ ভাল পারফর্ম করেছেন শাহবাজ। রঞ্জি মরসুমেও বাংলার হয়ে একাধিক ম্যাচে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করেছেন শাহবাজ। ব্যাটে-বলে উভয় বিভাগেই নিয়মিতভাবে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন শাহবাজ। ১৮ তারিখ থেকে ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলতে নামবে। হারারে স্পোর্টস ক্লাবেই এই তিন ম্যাচই আয়োজিত হবে। 


জিম্বাবোয়ে সফরে ভারতের সম্পূর্ণ স্কোয়াড:-


কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ।


আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরেও নেই সুন্দর, পরিবর্তে প্রথমবার জাতীয় সুযোগ পেলেন বাংলার শাহবাজ