অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: স্ত্রী-কে খুন করে আত্মঘাতী স্বামী (Muder and Suicide Case)। স্ত্রী-কে চপার দিয়ে কেটে বাড়ীর অদূরে গিয়ে গলায় দড়ি লাগিয়ে আত্মঘাতি স্বামী। ঘটনায় শোকের ছায়া এলাকায়।আজ পশ্চিম মেদিনীপুর জেলার (West Midnapore)আনন্দপুর থানার টুকুরিয়া পাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।


জানা গিয়েছে, টুকুরিয়া পাট এলাকার বাসিন্দা অশোক কলা। বয়েস ৪৮ বছর। তাঁর স্ত্রী কেকা কলা বয়স ৩৮ বছর।  মঙ্গলবার গভীর রাতে ছুরি দিয়ে কোপ মারলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে কেকা কলা। স্ত্রী,কেকা কলা মারা যাবার পরেই বাড়ীর বাইরে থেকে গেটে শিকল তুলে দেন তিনি।  ঘটনাস্থলের অদূরে গিয়ে একটি গোয়াল ঘরে, গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হন বছর ৪৮ এর অশোক কলা। ঘটনা জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। অন্যদিকে ঘটনার খবর যায় আনন্দপুর থানায়, খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হন আনন্দপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায় পরিবারের মধ্যে নিত্যদিনই অশান্তি লেগে থাকার কারণে এই ঘটনা। সম্প্রতি এমনই একটা ঘটনা নদিয়াতে ঘটে। সন্তানের সামনে মাকে খুন করা হয়।পাশাপাশি মালদার বাসিন্দা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীকেও মেস থেকে ডেকে নিয়ে এসে হামলার অভিযোগ ওঠে। হামলার পরে প্রত্যক্ষদর্শীদের অস্ত্র দেখিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। ছাত্রী যেই মেসে থাকতেন, সেই মেসের সামনে এসে তাঁকে ডাকেন অভিযুক্ত যুবক। এরপরই তাঁকে রীতিমতো কুপিয়ে খুনের চেষ্টা করেন সেই অভিযুক্ত যুবক।  


আরও পড়ুন,'এই সব চুনোপুঁটি'-কে নয়, 'যার নির্দেশে এই কমিটি, তাঁকে গ্রেফতার করতে হবে', বিস্ফোরক বিকাশরঞ্জন


তবে স্ত্রীকে খুনের হাজারো ঘটনার পাশাপাশি জন্মদাতাকে খুনের ঘটনাও কম নয়। উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুলাই বাড়িতেই ছেলের হাতে খুন হন ঠাকুরপুকুরের পরেশনাথ-ঊষারানি সরকার। বাড়িতেই মাথা কেটে পরেশনাথ-ঊষারানি সরকারকে খুনের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, বাড়ির দোতলায় বাবা এবং  একতলায় মাকে গলা কেটে খুন করে ছেলে। এখানেই শেষ নয়, নৃশংসভাবে খুনের পরেও দু’জনের মৃতদেহ একতলায় আনার পরে পাশের ঘরে রাত কাটায় ছেলে। এদিকে পরের দিন মিস্ত্রী ডেকে বাড়ির মধ্যে চৌবাচ্চার গর্ত খোঁড়ার সময় সন্দেহ হয় আত্মীয়দের। এরপর সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় আত্মীয়রাই। খবর পুলিশের কাছে পৌঁছতেই গ্রেফতার করা হয় ছেলে শোভন সরকারকে। ইতিমধ্যেই কেটে গিয়েছে ৯ বছর। সম্প্রতি ঠাকুরপুকুরে বাবা-মাকে নৃশংসভাবে খুনে দোষী সাব্যস্ত হয়েছে ছেলে শোভন সরকার। অভিযুক্ত ছেলের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত।