বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে সোনার হার ছিনতাইকাণ্ডে পুলিশের জালে দুষ্কৃতীরা। খড়গপুর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডে গত মাসে ৯ সেপ্টেম্বর এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই হয়। তবে চুরি করে পার পায়নি ছিনতাইকারীরা।রাজ্যের মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশে খড়গপুর শহর জুড়ে বসেছে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)। আর সেই সিসিটিভি ক্যামেরার জন্য গ্রেফতার হল দুষ্কৃতীরা। 


কীভাবে ধরা পড়ল সোনার হার ছিনতাইকাণ্ডে পুলিশের জালে দুষ্কৃতীরা ?


দুই দুষ্কৃতি নাম্বারহীন বাইকে এসে গলা থেকে সোনার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল খড়গপুর ওয়াকশপের গেটের সামনে। সেই ঘটনায় তদন্তে নেমে খড়গপুর টাউন থানার পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন ছিনতাই এর সময়ে ব্যবহার হওয়া বাইকে দেখে তদন্ত শুরু করে। এবং অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে।এই ঘটনা তদন্ত করতে গিয়ে আরেকজনের নাম উঠে আশায় তাঁকেও গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন উত্তর প্রদেশের বাসিন্দা ও অন্য দুজন খড়্গপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের থেকে উদ্ধার হয়েছে একটি মোটরসাইকেল। আজ তাদের খড়গপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ দেখে এই সাফল্য দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। প্রসঙ্গত পরপর চারটি ছিনতাই, কখনও টান মেরে নিয়ে যাচ্ছে গলার হার। কখনও আবার দুষ্কৃতীদের নজরে মোবাইল ফোন। মর্নিং ওয়াক হোক বা ইভনিং ওয়াক, রাস্তায় বেরলেই দুষ্কৃতীদের সফট টার্গেট মহিলারা। এমনই অভিযোগ ওঠে দুর্গাপুরের গোপালমাঠ এলাকায়।  এক বাসিন্দা বলেন, 'আমার মেয়ে সেদিন স্কুল থেকে আসছে। হার চুরি হয়ে গেল। এমন হার চুরি করল যে গলা কেটে কান কেটে একাকার। সিসিটিভি বসানো হোক।'


আরও পড়ুন, 'ছোটবেলায় আমি তিনটে বছর গান শিখেছিলাম', স্মৃতির শহরে মমতা


ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে একাধিক সিসি ক্যামেরা


বাইশের শুরুতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় বারাসাত পুলিশ জেলা। সীমান্তবর্তী আমডাঙা, গোবরডাঙা, হাবড়া, দেগঙ্গা-সহ ১৬টি জায়গায় ৩৪টি সিসি ক্যামেরা বসানোর কথা প্রকাশ্যে আসে। ব্যারাকপুর কমিশনারেট, বনগাঁ পুলিশ জেলা ও বারাসাত পুলিশ জেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় সিসি ক্যামেরা বসিয়ে চলবে নজরদারি। পুলিশের পদস্থ আধিকারিকদের মোবাইল ফোনে থাকবে এই সব সিসি ক্যামেরার লিঙ্ক। দুষ্কৃতীরা যাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে না পারে, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। সম্প্রতি আমডাঙার করুণাময়ী কালী মন্দিরে চুরির ঘটনায় বিশেষভাবে কাজে লাগে সিসি ক্যামেরার ফুটেজ। তারপরই এই উদ্যোগ নেয় বারাসাত জেলা পুলিশ।