পশ্চিম মেদিনীপুরে: ঘন কুয়াশার জের, পরপর তিনটি গাড়ির ধাক্কা। পশ্চিম মেদিনীপুরের বেলদা-দিঘা রাজ্য সড়কে সাত সকালে দুর্ঘটনা। আহত প্রায় ৪০ জন। স্থানীয় সূত্রে খবর, বেলদা থেকে কাঁথির দিকে যাওয়ার সময়, পাঁচ নম্বর রাজ্য সড়কে একটি শ্রমিক বোঝাই পিক আপ ভ্যানের পেছনে প্রথমে ধাক্কা মারে বালি বোঝাই লরি। এর পর পিক আপ ভ্য়ানটি ধাক্কা মারে সামনে একটি মারুতি ভ্য়ানকে। তিনটি গাড়ির পরপর ধাক্কায়, মোট ৩০-৪০ জন আহত হয়েছেন বলে সূত্রের খবর। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাাতালে নিয়ে যান চিকিৎসার জন্য়। পিক আপ ভ্য়ানটি আসছিল ঝাড়গ্রাম থেকে। তাঁদের মধ্যে বেশিরভাগই ঝাড়গ্রামের বাসিন্দা।


গতকালও ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল রাজ্য। দৃশ্য়মানতা কমে যাওয়ায় একাধিক জায়গায় দুর্ঘটনা ঘটে। মহিষাদলে প্রহরীহীন লেভেন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত্য়ু হয় ভ্যানচালকের। বাসন্তী হাইওয়েতে উল্টে যায় ট্যাক্সি। কোনওমতে রক্ষা পান ৩ জন। কুয়াশার জেরে হাওড়ায় দেরীতে ঢোকে একাধিক দূরপাল্লার ট্রেন।


কুয়াশায় বিলম্বিত ট্রেন, ধীরগতিতে যানচলাচল, কুয়াশায় উল্টে গেল ট্য়াক্সি, মহিষাদলে ট্রেনের ধাক্কায় মৃত্য়ু, কলকাতায় উল্টে গেল ট্রাক। দক্ষিণবঙ্গ জু়ড়ে কুয়াশার দাপট কাল থেকেই। এরইমধ্যে কুয়াশার কারণে কলকাতা সহ জেলা, একাধিক জায়গায় দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর থেকেই কুয়াশার চাদরে মুড়ে যায় কলকাতা। 


ঘন কুয়াশায় ঢেকে যায় শহর থেকে শহরতলি। দৃশ্য়মানতা কমে যাওয়ায়, ফগ লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে যানবাহন। সায়েন্স সিটির মোড়ে কুয়াশার চাদর ঘিরে রয়েছে। যানবাহন অত্য়ন্ত স্লথ গতিতে চলছে।
কুয়াশার জেরে, দৃশ্যমানতা কমে যাওয়ায়,পূর্ব মেদিনীপুরের মহিষাদলে,ট্রেনের ধাক্কায় মৃত্য়ু হয় এক ভ্য়ানচালকের। মঙ্গলবার সকালে, মহিষাদলের বাবুরহাট ও চণ্ডীপুরের মাঝে, প্রহরীবিহীন লেভেল ক্রশিংয়ে, রেললাইনে আটকে যায়, মেশিন ভ্য়ানের চাকা।


সেই সময় আসছিল হাওড়া থেকে হলদিয়াগামী একটি ট্রেন। কুয়াশার কারণে দৃশ্য়মানতা কম থাকায় ট্রেনের চালক ভ্য়ানটিকে দেখতে পাননি। ট্রেনটি সজোরে এসে ধাক্কা মারে ভ্য়ানে। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যান ভ্য়ানের চালক। আহত হন আরও ১ জন। 


অন্য়দিকে, ঘন কুয়াশার মধ্যে, কলকাতার সাউথ ট্য়াংরা রোডে উল্টে যায় সবজি বোঝাই ট্রাক। ট্রাকে চালক সহ ৩ জন ছিলেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।বারাসাত যাচ্ছিল ট্রাকটি। কুয়াশার মধ্যে, টার্ন নিতে গিয়ে দুর্ঘটনা ঘটে।  এ দিকে, ঘন কুয়াশায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় ট্য়াক্সি। গাড়ির ভিতর ৩ জন ছিলেন। ৩ জনই কোনওমতে রক্ষা পেয়েছেন।


কুয়াশার দাপটে হাওড়া স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন, যেমন, ডাউন চম্বল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, কালকা মেল নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকটা দেরিতে হাওড়ায় ঢোকে।