সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: রাতভর একনাগাড়ে বৃষ্টি (Rain Forecast)। তার উপর বেহাল নিকাশি ব্যবস্থা। যার জেরে পশ্চিম মেদিনীপুরে ডুবল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। যাতায়াতে ভোগান্তি গ্রামবাসীদের। হাঁটু সমান জল পেরিয়ে চলছে যাতায়াত।
বিপর্যস্ত জনজীবন: রাত থেকে একনাগাড়ে ভারী বৃষ্টি। জলের তলায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধান্যঝাটি থেকে রায়ল্যা যাওয়ার রাস্তা জলে ডুবেছে। চরম সমস্যায় পড়েছে এলাকা ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন। হাঁটু সমান জল পেরিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। এই রাস্তা দিয়ে একাধিক গ্রামের মানুষজন যাতায়াত করে। রয়েছে দুটি স্কুল। রাস্তা ডুবে যাওয়ার ফলে সমস্যায় একাধিক গ্রামের বাসিন্দারা। বেহাল নিকাশি ব্যবস্থার ফলে রাস্তায় উঠে গিয়েছে জল। প্রায় এক কিলোমিটার রাস্তাজুড়ে জল দেখা দিয়েছে।
মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাঁকুড়া দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অতি গভীর নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এখনই রেহাই নেই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারাদের। আজ রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিন সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আবহাওয়ার আপডেট: সকাল থেকে মূলত মেঘলা আকাশ রয়েছে। কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে বৃষ্টি কমলেও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে। কাল থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। পাশাপাশি রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Protest: আর জি কর কাণ্ডে বিচারের দাবি, অশক্ত শরীরে জুনিয়র ডাক্তারদের পাশে বৃদ্ধা